অরুপ পাল, প্রতিনিধি, কলকাতাঃ চলে গেলেন পরিমল দে। তিনি ছিলেন উনিশশো সত্তর সালে শিল্ড ফাইনালের অন্যতম নায়ক। সেবার শিল্ড ফাইনালে ম্যাচ শেষ হওয়ার দু মিনিট আগে লাল হলুদ জার্সি গায়ে মাঠে নেমে ইরানের পাস ক্লাবের বিরুদ্ধে গোল করে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন। স্বাধীনতার পর প্রথম ভারতীয় দল ইস্টবেঙ্গল বিদেশি দল কে হারিয়ে শিল্ড খেতাব জয় করেছিল। বাষট্টি সালে তিনি কলকাতা ময়দানে বালি প্রতিভা ক্লাবের জার্সি গায়ে খেলা শুরু করেন। প্রথম বছরেই তিনি ইস্টবেঙ্গল ক্লাবের বিপক্ষে গোল করে ময়দানে আলোড়ন সৃষ্টি করেন। তেষট্টি সালে তিনি উয়াড়ী ক্লাবে নাম লেখান।
উয়াড়ী ক্লাবের জার্সি গায়ে সেবছর ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে গোল করেন। চৌষট্টি সালে তিনি ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে মাঠে নামেন। চৌষট্টি থেকে সত্তর। টানা সাত বছর তিনি ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম ভরসা একাত্তর এবং বাহাত্তর সালে দু বছর মোহনবাগান জার্সি গায়ে খেলার পর তিয়াত্তরের প্রিয় ক্লাব ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলে অবসর নেন। আষট্টি সালে তাঁর অধিনায়কত্বে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে বরদলুই, নাগজি এবং চাকুলা গোল্ড কাপে। দুই প্রধানের জার্সি গায়ে খেলার পাশাপাশি তিনি বাংলা তথা ভারতীয় দলের জার্সি গায়ে খেলেছেন। জাতীয় দলের জার্সি গায়ে তিনি খেলেছেন এশিয়ান গেমসে এবং মারডেকা টুর্নামেন্টে। দেশের জার্সি গায়ে কোরিয়ার বিরুদ্ধে গোল করার কৃতিত্ব রয়েছে তাঁর। দু হাজার চৌদ্দ সালে তাঁকে ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা জীবন কৃতি সন্মানে সন্মানিত করেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া ইস্টবেঙ্গল ক্লাবের পাশাপাশি গোটা ময়দান জুড়ে। শেষ যাত্রায় তাঁর মরদেহে লাল হলুদ পতাকা এবং ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। পরিমল দে কে শ্রদ্ধা জানাতে ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা অর্ধনমিত রাখা হয়।