ব্যুরো নিউজ, ১০ ডিসেম্বর: প্রধান শিক্ষ্কেক ঘেরাও

এক মাধ্যমিক পরীক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন না হওয়ায় স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করল অভিভাবকেরা। ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরে কুলুট নেহারউদ্দিন হাই স্কুলে। শনিবার বেলা দুটো থেকে সাড়ে তিনটা পর্যন্ত স্কুলের প্রধান শিক্ষকে ঘেরাও করে চলে বিক্ষোভ।

শহরে ‘সাইবেরিয়ান হালুম’

মন্তেশ্বরে কুলুট নেহারউদ্দিন হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী নাসরিন খাতুন স্কুলে মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন আনতে গেলে প্রধান শিক্ষক জানান, তার রেজিস্ট্রেশন আসেনি। এই খবর ছাত্রীর পরিবারের কাছে পৌঁছালে অভিভাবক- সহ প্রতিবেশীরা প্রধান শিক্ষককে ঘেরাও করে। ছাত্রী ও অভিভাবক অভিযোগ জানায়, ক্লাস নাইনে স্কুলে রেজিস্ট্রেশন ফ্রম ফিলাপ করা হয়েছিল, যদি না করলাম তাহলে আমাকে মাধ্যমিক টেস্ট পরীক্ষায় বসার অনুমতি দিল কি করে? আজ প্রধান শিক্ষক জানাচ্ছে তার রেজিস্ট্রেশন করা হয়নি। রেজিস্ট্রেশনের সময় ওই ছাত্রী অনুপস্থিত ছিল, এই ঘটনায় শোরগোল পড়ে যায় স্কুল-সহ এলাকায়। অবশেষে প্রধান শিক্ষক লিখিত স্বীকারোক্তি দেন উর্দ্ধতন কর্তৃপক্ষকে। এ বিষয়ে অবগত করিয়ে ওই ছাত্রীর মাধ্যমিক পরীক্ষায় বসার ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন প্রধান শিক্ষক। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর