ব্যুরো নিউজ ২৮ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার হিন্দুত্ব তথা স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, একটি কৃতজ্ঞ জাতি তাঁর অদম্য সাহস এবং সংগ্রামের কাহিনী কখনও ভুলতে পারবে না। তিনি সাভারকরকে “ভারত মায়ের এক প্রকৃত সন্তান” বলেও অভিহিত করেন।
প্রধানমন্ত্রী মোদী বলেন, ঔপনিবেশিক ব্রিটিশ শক্তির কঠোরতম নির্যাতনও মাতৃভূমির প্রতি তাঁর উৎসর্গকে দুর্বল করতে পারেনি। তাঁর আত্মত্যাগ ও প্রতিশ্রুতি একটি উন্নত ভারত গঠনে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।

ভারত মায়ের প্রকৃত সন্তান প্রধানমন্ত্রী মোদী তাঁর ‘X’ পোস্টে লিখেছেন, “ভারত মায়ের এক প্রকৃত সন্তান বীর সাভারকর জি-কে তাঁর জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। বিদেশি সরকারের কঠোরতম নির্যাতনও মাতৃভূমির প্রতি তাঁর ভক্তিকে টলাতে পারেনি। স্বাধীনতা আন্দোলনে তাঁর অদম্য সাহস ও সংগ্রামের কাহিনী কৃতজ্ঞ জাতি কখনও ভুলতে পারবে না। দেশের জন্য তাঁর আত্মত্যাগ ও উৎসর্গ একটি উন্নত ভারত গঠনে পথপ্রদর্শক হয়ে থাকবে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বীর সাভারকরের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। তাঁর ‘X’ পোস্টে অমিত শাহ বিশ্বাস করেন যে বীর সাভারকর তাঁর সম্পূর্ণ জীবন ভারতীয় সমাজকে “অস্পৃশ্যতার অভিশাপ থেকে মুক্ত করতে এবং এটিকে ঐক্যের এক শক্তিশালী সূত্রে আবদ্ধ করতে” উৎসর্গ করেছেন।

বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারত: ছাড়াল জাপানকে

অমিত শাহ তাঁর পোস্টে আরও লিখেছেন, “মাতৃভূমির স্বাধীনতার জন্য সাহস ও সংযমের শিখর অতিক্রম করা স্বাধীনত্ৰ্যবীর সাভারকর জি, জাতীয় স্বার্থকে একটি সর্বভারতীয় চেতনায় পরিণত করতে অবিস্মরণীয় অবদান রেখেছেন। সাভারকর জি, যিনি তাঁর লেখার মাধ্যমে ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রামকে ঐতিহাসিক করে তুলেছিলেন, ব্রিটিশদের কঠোর নির্যাতনও তাঁকে টেনতে পারেনি। তাঁর জন্মবার্ষিকীতে, কৃতজ্ঞ জাতির পক্ষ থেকে বীর সাভারকর জি-কে আমাদের আন্তরিক শ্রদ্ধাঞ্জলি, যিনি তাঁর entire জীবন ভারতীয় সমাজকে অস্পৃশ্যতার অভিশাপ থেকে মুক্ত করতে এবং এটিকে ঐক্যের এক শক্তিশালী সূত্রে আবদ্ধ করতে উৎসর্গ করেছেন।”

বীর সাভারকর সম্পর্কে
বিনায়ক দামোদর সাভারকর, যিনি জনপ্রিয়ভাবে বীর সাভারকর নামে পরিচিত, ১৮৮৩ সালের ২৮ মে নাসিকে জন্মগ্রহণ করেন। সাভারকর ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ, আইনজীবী এবং লেখক, এবং ‘হিন্দুত্ব’ শব্দটি উদ্ভাবনের জন্য তিনি জনপ্রিয়ভাবে পরিচিত।
আন্দামান দ্বীপপুঞ্জে কঠোর পরিস্থিতিতে কারাবাসের আগে, সাভারকর ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতা সুরক্ষিত করার জন্য বিপ্লবী পন্থার সক্রিয় সমর্থক ছিলেন। হিন্দু জাতীয়তাবাদীদের দ্বারা একজন নায়ক হিসাবে বিবেচিত, তিনি হিন্দুত্বের আদর্শগত ভিত্তি তৈরি করার জন্য পরিচিত। ধর্মনিরপেক্ষ তথা পরিবারতান্ত্রিক দলগুলি, যেমন কংগ্রেস, তাঁর হিন্দুত্বের সমর্থনের জন্য তাঁর সমালোচনা করে, তবে শাসক দল বিজেপির কাছে সাভারকর একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।

কলকাতায় তিরঙ্গা যাত্রা ,বিএসএফ জওয়ান মুক্তি, ভুয়ো খবর দমন, সন্ত্রাসবাদ নিপাতন : মোদীর নেতৃত্বে দেশ সুরক্ষিত দাবি শুভেন্দু অধিকারীর

সাভারকর হিন্দু মহাসভার একজন বিশিষ্ট নেতা ছিলেন এবং তাঁর স্কুল জীবন থেকেই ভারতীয় স্বাধীনতা সংগ্রামে জড়িত ছিলেন, পুনের ফার্গুসন কলেজেও তাঁর সক্রিয়তা অব্যাহত ছিল। জাতীয়তাবাদী নেতা লোকমান্য তিলক দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়ে, তিনি পরে ইউকে-তে আইন অধ্যয়নের সময় ইন্ডিয়া হাউস এবং ফ্রি ইন্ডিয়া সোসাইটির মতো বিপ্লবী গোষ্ঠীগুলির সাথে যুক্ত হন। সাভারকর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের পক্ষে বেশ কয়েকটি কাজ লিখেছেন, যার মধ্যে ১৮৫৭ সালের বিদ্রোহ নিয়ে লেখা ‘দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স’ বইটি ব্রিটিশ কর্তৃপক্ষ দ্বারা নিষিদ্ধ করা হয়েছিল।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর