দুর্দান্ত
ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর: প্যারা এশিয়ান গেমসে দুর্দান্ত সাফল্য ভারতের | শুভেচ্ছা প্রধানমন্ত্রীর


এশিয়ান গেমসের পর এবার প্যারা এশিয়ান গেমসেও দুর্দান্ত সাফল্য ভারতের। প্যারা এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে শতাধিক পদক। 
পাকিস্তানের হারে সরব ভাজ্জি | এই দায় আম্পায়ার ও আইসিসির নিয়মের


চিনের হাংজুতে ফের নজির গড়লেন ভারতের কৃতী ছেলে-মেয়েরা। ২৯টি সোনা-সহ মোট ১১১টি পদক জিতেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। প্যারা এশিয়ান গেমসের ইতিহাসে এটাই ভারতের এখনও পর্যন্ত সেরা সাফল্য। এই সাফল্যে খুশি ভারতীয় ক্রীড়ামহল। 


দেশের কৃতী ক্রীড়াবিদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ”প্যারা এশিয়ান গেমস থেকে এবার ১০০-র বেশি পদক জয়। অসাধরণ একটা মুহূর্ত। এই সাফল্য প্রমাণ করে আমাদের  ক্রীড়াবিদদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও একাগ্রতা। তাঁদের সাফল্যে আমারাও গর্বিত। সকলকে অনেক শুভেচ্ছা।“


প্যারা এশিয়ান গেমসে মোট ১১১ পদক ভারতের ঝুলিতে। যার মধ্যে রয়েছে ২৯টি সোনা, ২১টি রুপো ও ৫১টি ব্রোঞ্জ। এ বছর পদক তালিকার পঞ্চম স্থানে শেষ করেছে ভারত।
তালিকায় শীর্ষে রয়েছে আয়োজক চিন। তাদের ঝুলিতে ২১৪টি সোনা, ১৬৭টি রুপো ও ১৪০টি ব্রোঞ্জ।


দ্বিতীয় স্থানে রয়েছে ইরান। ৪৪টি সোনা, ৪৬টি রুপো ও ৪১টি ব্রোঞ্জ পেয়েছে ইরান। 
১৫০টি পদক জিতে তৃতীয় স্থানে শেষ করেছে জাপান। ৪২টি সোনা, ৪৯টি রুপো ও ৫৯টি ব্রোঞ্জ জিতেছে তারা। ১০৩টি পদক জিতে চতুর্থ স্থানে রিপাবলিক অফ কোরিয়া। ভারতের থেকে একটি বেশি সোনা জিতেছে তারা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর