হাইকোর্টে আদালত অবমাননায় রুল জারি মামলায় উঠে এল পোস্টারকাণ্ডের পর্ব। মঙ্গলবার পোস্টারকাণ্ডে তাৎপর্যপূর্ণ বেশ কয়েকটি সিদ্ধান্ত উঠে আসে। এই সংক্রান্ত মামলা ওঠে তিন বিচারপতির বৃহত্তম বেঞ্চে। আর এই বেঞ্চ থেকেই কড়া নির্দেশিকা দেওয়া হয়। এই বেঞ্চে রয়েছেন বিচারপতি টিএস শিবজ্ঞানম ,বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির দেওয়ালে লাগানো পোস্টার ছাপানোর বরাত কারা দিয়েছিল? কোন প্রিন্টিং প্রেসে ছাপা হয়েছিল ? সেদিন গভীর রাতে কারাই বা এই পোস্টার লাগিয়েছিল ? সিসিটিভি ফুটেজ থেকে তাদের সনাক্ত করার নির্দেশ দিয়েছে মহামান্য আদালত। এই মর্মে কলকাতার নগরপালকে নির্দেশ দিয়েছে তিন বিচারপতি বেঞ্চ। শুনানির শুরুতেই রেজিস্ট্রার জেনারেলকে ডেকে পাঠিয়ে ৯ জানুয়ারি যে বিক্ষোভের ঘটনা ঘটেছিল তার কি কি ফুটেজ আছে সে বিষয়ে জানতে চাওয়া হয়। অন্যদিকে আরও কড়া মনোভাব নিয়েছে আদালত। হাইকোর্ট চত্বরে কারা সেদিন পোস্টার লাগিয়েছিল, হাইকোর্টের এসিপিকে এই ব্যাপারে তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিস পাঠানো হয়েছে লেক থানার ওসিকেও।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর