ইভিএম নিউজ ব্যুরো, ১৮ এপ্রিলঃ কথায় আছে একটি কলমের জোর একটি তলোয়ারের থেকে অনেকবেশি। আর একটি পেন দিয়ে নাকি গাড়ি, বাড়িও কেনা সম্ভব। শুনে অবাক হচ্ছেন তো? একদমই ঠিক শুনেছেন। আর এই পেনের দামে অত্যাধুনিক চার চাকার গাড়িও কেনা হয়ে যাবে। শুনে ভাবছেন কত দাম হতে পারে ওই পেনটির? পেনটির দাম  ৭ লক্ষ ৭৭ হাজার টাকা। আর এটির নির্মাতা স্ট্যাডলার নামে জার্মানির এক সংস্থা।  আর  পেনটির নাম বাভারিয়া। এটি আনা হয়েছে  কলকাতায়  প্রদর্শনীর জন্য।

এটি হল একটি  হীরে বসানো মহার্ঘ পেন। পেনটির ঢাকনায় বসানো  ভালো মানের হীরে। পেনের বডি অর্থাৎ সমস্ত   গা সোনার জল করা। পেনটির ওজন প্রায় ২১ গ্রামের কাছাকাছি। আর এই মহা মুল্যবান পেনটি  প্রদর্শিত হয়েছে কলকাতার আইসিসিআর এর স্ট্যাডলারের স্টলে।  আর ওই পেন দেখতে ভিড় করেছিলেন বহু দর্শক। আর প্রদর্শনীর পর পেনটি আপাতত রাখা হয়েছে ব্রেবোর্ন রোডের টোবাকো হাউসে।

এই প্রসঙ্গে, ওই সংস্থার এক কর্মচারী বলেন, স্ট্যাডলার কোম্পানি মোট ৪৮ টি পেন প্রস্তুত করেছিল। যার মধ্যে ভারতের জন্য দুটো পেন বরাদ্দ করা হয়েছিল। তারই একটি আনা হয়েছে কলকাতায়। পেনটিতে বসানো হীরের  দু’বছরের গ্যারান্টিও রয়েছে বলে জানান তিনি।(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর