গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে, রবিবার শেষরাতে দার্জিলিংয়ের মিরিক মহকুমার থারবু চা বাগান সংলগ্ন এলাকায় সিকিম থেকে আনা ১৫৫ কাটুন অবৈধ মদ উদ্ধার করল রাজ্য আবগারি দফতরের শিলিগুড়ি শাখা। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার রাত প্রায় সওয়া ৩ টে নাগাদ মিরিকের থার্বু চা বাগান এলাকায় গোপনে ঘাঁটি গেয়েছিল, শিলিগুড়ি আবগারি দফতরের আধিকারিকেরা। সেসময় ওই পথে যাওয়া একটি ছোটো চারচাকার গাড়ি দেখে তাঁদের সন্দেহ হয়। গাড়িটি দাঁড় করিয়ে তল্লাশি করতেই তার ভেতর থেকে উদ্ধার হয়, ওই বিপুল পরিমাণ অবৈধ মদ। পুলিশ ও আবগারি দফতরের আধিকারিকদের দাবি, সরকার নির্ধারিত কর ফাঁকি দিয়ে, ওই অবৈধ মদ পাচার করা হচ্ছিল। সোমবার আবগারি দফতরের জলপাইগুড়ি ডিভিশনের অতিরিক্ত কমিশনার সুজিতকুমার দাস বলেন, “উদ্ধার হওয়া এই অবৈধ মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষ ২৫ হাজার টাকা।“ কোথায় এই মদ পাচার করা হচ্ছিল, কে বা কারা রয়েছে এই অবৈধ ব্যবসার পিছনে, এই যাবতীয় প্রশ্নের উত্তর পেতে তদন্ত শুরু করেছেন আবগারি দফতরের তদন্তকারীরা

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর