পুরীর মন্দিরে পোশাক বিধি

ব্যুরো নিউজ, ১ জানুয়ারি: পুরীর মন্দিরে পোশাক বিধি | না মানলে জরিমানা

নিষেধাজ্ঞা জারি হয়েছিল ২০২৩-এই। এবার সেই নির্দেশিকা মেনে নতুন বছরের প্রথম দিন থেকেই পুরীর জগন্নাথ মন্দিরে জারি হল পোশাক বিধি। এই নির্দেশিকা লঙ্ঘন করলে আর্থিক জরিমানা করা হবে বলেও জানিয়েছে পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। অন্যদিকে, এদিন থেকেই এসি করিডরের মাধ্যমে ভক্তদের জগন্নাথ মন্দিরে প্রবেশ করানো শুরু হল।

প্রতি মাসে ১০০ জনকে রাম মন্দির দর্শন করাবেন সেবক শুভেন্দু

পুরীর জগন্নাথ মন্দিরে পোশাক-বিধি জারির পাশাপাশি এদিন থেকে মন্দির চত্বরে পান, গুটখা খাওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

SJTA-র পোশাক-বিধি অনুযায়ী, বছরের প্রথম দিন থেকেই ভক্তদের বিশেষ পোশাকে দেখা গেল। এদিন জগন্নাথ মন্দিরে আগত অধিকাংশ পুণ্যার্থীকে একেবারে ভারতীয় পোশাকে দেখা গেল।

এছাড়া মন্দির চত্বরে বয়স্ক, বিশেষভাবে সক্ষম ভক্তদের জন্য বসার বন্দোবস্তও করা হয়েছে। আবার মন্দিরের মেইন গেটের সামনে, সিংহদ্বারের সামনের অংশ নো ভেইকেল জোন ঘোষণা করা হয়েছে। ভক্তদের সুবিধার জন্যই এই স্থানে গাড়ি পার্কিং বন্ধ হল আজ থেকে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর