পুজো
ব্যুরো নিউজ, ১৭ অক্টোবর: পুজোর মরশুমে কলকাতায় মিনি ফুটবল উৎসব | মুখ্যমন্ত্রীর বাড়িতে রোনান্ডিনহো
কলকাতা সফরে ব্রাজিলীয়ান তারকা ফুটবলার রোনান্ডিনহো।  কলকাতায় দুর্গাপুজো উদ্বোধন করলেন বিশ্ব বিখ্যাত এই ফুটবলার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাড়িতে এসে সাক্ষাৎও করেন রোনান্ডিনহো।  উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম-সহ কলকাতার তিন প্রধান ক্লাবের কর্মকর্তারা।

বডি ম্যাসাজ করাতে করাতেই অফিসিয়াল মিটিং! ছবি পোস্ট করতেই সমালোচনার ঝড়!

আজ ঠাসা কর্মসূচি রয়েছে রোনাল্ডিনহোর। রাজারহাটে তাঁর নামাঙ্কিত ফুটবল অ্যাকাডেমিতে যাবেন তিনি। শ্রীভূমি, আহিরিটোলা যুবকবৃন্দর পুজোতেও তিনি উপস্থিত থাকবেন। রবিবারের সন্ধ্যায় দমদম বিমানবন্দর হয়ে ওঠে, এক টুকরো ব্রাজিল। বিমানবন্দরে হাজারো ফুটবল প্রেমী উপস্থিত ছিলেন ব্রাজিলের বিশ্বজয়ী দলের তারকাকে স্বাগত জানাতে। তারা রোনাল্ডিনহোকে স্বাগত জানাতে ব্রাজিলের পতাকা হাতে উপস্থিত ছিলেন। 
এর আগেও কলকাতায় পা পড়েছে বিশ্ব ফুটবলের সেরা তারকাদের। পেলে, মারাদোনা, মেসি কেউই বাদ যায়নি। এবার এসেছেন  রোনাল্ডিনহো। প্রসঙ্গত, কিছুদিন আগেই কলকাতা ঘুরে গেছেন কাতার ফুটবল বিশ্বকাপের সেরা গোলকিপার মার্টিনেজ। আর তারপর এবার রোনান্ডিনহর আগমনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর