পার্লামেন্ট

ব্যুরো নিউজ, ৭ ডিসেম্বর: পার্লামেন্ট আক্রমনের হুমকি 

ফের ভারতের পার্লামেন্টে হামলা চালানোর হুমকি দিলো খালিস্তান। আমেরিকায় থাকা খালিস্তানি নেতা গুরুপতবন্ত সিং পন্নুন ওই হুমকি দিয়েছে বলে জানা গিয়েছে। ২০০১ সালে ১৩ ডিসেম্বর অর্থাৎ ২২ বছর আগে দিল্লিতে ভারতের সংসদ ভবনে হানা দিয়েছিলো জঙ্গিরা। এবার পন্নুনের একটি ভিডিও সামনে এসেছে। যেখানে একদিকে রয়েছে আফজল গুরুর ছবি আর অপর দিকে পন্নুনের ছবি। ওই ২০০১ সালের ঘটনায় ধৃত আফজল গুরুর ফাঁসি হয়। ওই পোস্টারের নীচে লেখা আছে ‘কাশ্মীর থেকে খালিস্তান’।

দিল্লী খালিস্তান হবে বলে ভিডিওতে লেখা। ভারতীয় গোয়েন্দারা তাঁকে খুন করতে পারেনি বলে মন্তব্য করেছেন। ওই সংবাদ পেয়েই নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে সংসদ ভবন। ভারতীয় গোয়েন্দাদের ধারনা পন্নুনকে মদত দিচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই- এর ‘কে ২’।

২৪ ঘণ্টায় বাড়ল শুন্যপদ ৭৮১ থেকে ৪৫,৮৮৫

মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথু মিলার জানিয়েছেন, শুধু ভারত নয়। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের তাঁরা বিরোধী। মার্কিন নাগরিক পন্নুনের উপর হামলার কারনে নিখিল গুপ্ত নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি গুরুতর। ভারত এই ব্যাপারে তদন্ত করছে। তার রিপোর্টের জন্য অপেক্ষা করবে মার্কিন সরকার। ইভিএম নিউজ  

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর