ব্যুরো নিউজ, ২৯ আগস্ট: পাকিস্তান ম্যাচ দিয়েই যাত্রা শুরু ভারতের
আগামী ৩০ শে আগস্ট পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেপাল। তারপর ২রা সেপ্টেম্বর দুপুর ৩টে থেকে শ্রীলংকার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এরপর এই ভেন্যুতেই ভারত ৪ঠা সেপ্টেম্বরে খেলবে নেপালের বিরুদ্ধে।
কিছুদিন আগেই ঘোষিত ভারতীয় দলের ১৭ জনের স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কে এল রাহুল ও শ্রেয়াস আইয়ার। আয়ারল্যান্ড সিরিজের পর প্রত্যাবর্তন ঘটেছে জাসপ্রিত ও প্রসিদ্ধ কৃষ্ণারও। কিন্তু সবথেকে বেশি যার দিকে নজর থাকবে, তিনি হলেন বিরাট কোহলি। কারণ, মাস্টার ব্লাস্টারের ওডিআই তে ৪৯টি শতরানের রেকর্ড ভাঙতে বিরাটের প্রয়োজন মাত্র ৪টি সেঞ্চুরির। তাই বৃহত্তর পরিসরে তাঁর পারফর্মান্সই থাকবে আতস কাঁচের তলায়। ইভিএম নিউজ