রাহুল কর্মকার,বাঁকুড়া: প্রেম আর যুদ্ধে কোনও কৌশলই অনৈতিক নয়। এ পর্যন্ত প্রবাদটা হয়তো ঠিকই ছিল। কিন্তু সেই প্রেমে একসময় ঢুকে পড়ল রাজনীতি। আর রাজনীতির কানাগলিতে খাবি খেতে খেতে, সেই প্রেম আর দাম্পত্য একসময় পৌঁছে গেল আদালতে। শুরু হল বিজেপি সাংসদ তথা স্বামী সৌমিত্র খাঁ-র সঙ্গে বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া স্ত্রী সুজাতা মণ্ডলের বিবাহবিচ্ছেদের মামলা। আর তার ফল যা হওয়ার, সেটাই হল। শুক্রবার ছিল সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে, সুজাতা মণ্ডলের দায়ের করা বিবাহবিচ্ছেদ মামলার শুনানি। আর বাঁকুড়া জেলা আদালতে সেই মামলার শুনানিতে নিজের পক্ষে সওয়াল করতে গিয়ে, বিজেপি সাংসদ তথা স্বামীর বিরুদ্ধে, রীতিমতো বিস্ফোরক অভিযোগ করে বসলেন সুজাতা মণ্ডল। ভরা এজলাসে সুজাতা অভিযোগ করলেন, যে স্বামীকে লোকসভা ভোটে জেতানোর জন্য তিনি ঘরকন্যার কাজ ছেড়ে নির্বাচনী প্রচারের ময়দানে নেমেছিলেন। সাংসদ হওয়ার পরে সেই স্বামীই নাকি তাঁকে ভুলে অন্য এক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। অনেক চেষ্টা করেও স্বামীর মন ফেরাতে না-পেরে, শেষে বাধ্য হয়েই নাকি সৌমিত্রের জীবন থেকে বেরিয়ে এসেছিলেন সুজাতা। যদিও স্ত্রী সুজাতার এই অভিযোগ নিয়ে পাল্টা কিছু না বললেও, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, “সময় কখনও থেমে থাকে না, বরং এগিয়ে চলে”।
বেশকিছুদিন প্রেমের পর, ২০১৬ সালের ১ লা জুলাই বড়জোড়ার বাসিন্দা সুজাতা মন্ডলকে বিয়ে করেন, বিষ্ণুপুরের তৎকালীন তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ। আবার ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে সৌমিত্র বিজেপিতে যোগ দেন। আদালতের নিষেধাজ্ঞা থাকায় সেইবছর বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে নিজের জন্য প্রচার করতে পারেননি সৌমিত্র। তবে স্বামীর হয়ে নির্বাচনী প্রচারের ময়দানে রীতিমতো ছুটে বেড়াতে দেখা গিয়েছিল স্ত্রী সুজাতাকে।
নিন্দুকেরা বলে, সেই নির্বাচনে সতী সুজাতার পুণ্যে, সৌমিত্রের নির্বাচনী পূণ্যলাভ হওয়ার কারণেই, দ্বিতীয়বার সংসদের চৌকাঠ পেরিয়েছিলেন সৌমিত্র খাঁ। শুক্রবার আদালতে সুজাতার দাবি, লোকসভা নির্বাচনে জয়ের পরই, স্বামীর সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। ২০২০ সাল থেকেই দু’জন আলাদা থাকতে শুরু করেন। এরপর আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন সুজাতা। বিচ্ছেদের কারণ হিসেবে আগেই স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য অত্যাচারের অভিযোগ করেছিলেন। আর শুক্রবার তার সঙ্গে সুজাতা জুড়ে দিলেন, পরকীয়ার অভিযোগ। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।