সঙ্কল্প দে, ৩০ মার্চঃ হুগলির গোঘাটের সাতবেড়িয়া গ্রামে “পথশ্রী” প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন কামারপুকুরের তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধান তপন মণ্ডল। বিক্ষোভের মুখে পড়ে ফিতে না কেটেই গ্রাম ছাড়তে বাধ্য হন পঞ্চায়েত প্রধান। প্রধানের সামনেই ফলক জ্বালিয়ে দেওয়ার হুংকার দেন গ্রামবাসীরা।