ইভিএম নিউজ ব্যুরো, ৪ এপ্রিলঃ পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উত্তপ্ত ভেটাগুড়ি। অভিযোগ, দুস্কৃতিরা অতর্কিত হামলা করে তৃণমূল কংগ্রেসের দুই কর্মীর মাথা ফাটিয়ে দিয়ে চম্পট দেয়। আহত দুই ব্যাক্তির নাম অজিত বর্মণ ও বিশ্বজিত বর্মণ। আহতদের চিকিৎসার জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।( latest Political News)
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গড় বলে পরিচিত ভেটাগুড়িতে গত বছর আগস্টেও নিজের দলের পার্টি অফিসেই বোমার আঘাতে আক্রান্ত হন অঞ্চল তৃণমূল সভাপতি অনন্ত বর্মণ। এমনকি বিজেপি কর্মীদের উপরেও হামলার বহু অভিযোগ রয়েছে এখানে। বাড়ি ভাঙচুর থেকে শুরু করে বোমাবাজি যেন নিত্য দিনের ঘটনা। ভেটাগুড়ির বাজার এলাকায় সিসি ক্যামেরা বসাতে বাধ্য হয় পুলিশ। কিন্তু তার পরেও অশান্তির মাত্রা বিন্দু মাত্র কমেনি।