ইভিএম নিউজ ব্যুরো, ৪ এপ্রিলঃ  পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উত্তপ্ত ভেটাগুড়ি। অভিযোগ, দুস্কৃতিরা অতর্কিত হামলা করে তৃণমূল কংগ্রেসের দুই কর্মীর মাথা ফাটিয়ে দিয়ে চম্পট দেয়। আহত দুই ব্যাক্তির নাম অজিত বর্মণ ও বিশ্বজিত বর্মণ। আহতদের চিকিৎসার জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।( latest Political News)

 

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গড় বলে পরিচিত ভেটাগুড়িতে গত বছর আগস্টেও নিজের দলের পার্টি অফিসেই বোমার আঘাতে আক্রান্ত হন অঞ্চল তৃণমূল সভাপতি অনন্ত বর্মণ। এমনকি বিজেপি কর্মীদের উপরেও হামলার বহু অভিযোগ রয়েছে এখানে। বাড়ি ভাঙচুর থেকে শুরু করে  বোমাবাজি যেন নিত্য দিনের ঘটনা। ভেটাগুড়ির বাজার এলাকায় সিসি ক্যামেরা বসাতে বাধ্য হয় পুলিশ। কিন্তু তার পরেও অশান্তির মাত্রা বিন্দু মাত্র কমেনি।

দিন কয়েক আগেই নিশীথের বাড়ি ঘেরাওয়ের ডাক দেয় তৃণমূল। তার এক দিন পরেই ভেটাগুড়িতে পাল্টা মিছিল করে বিজেপিও।সেই মিছিলে হামলারও অভিযোগ ওঠে সেই সময়। বেশ কয়েক জন স্থানীয় ব্যবসায়ী জানিয়েছিলেন, কোচবিহারের পরিস্থিতি এতটাই খারাপ যে তাঁদের ব্যবসা-বাণিজ্যের ব্যপক ক্ষতি হচ্ছে। কেননা মানুষ বাজারে আসতে ভয় পাচ্ছে। সেই সময় বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক বিরাজ বসু দাবি করেছিলেন, দিনহাটা জুড়ে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূলের বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
এদিকে মঙ্গলবারের ঘটবার প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করেন তৃনমূল কর্মী-সমর্থকরা। ঘটনার খবর পেয়েই সেখানে  উপস্থিত হয় দিনহাটা থানার পুলিশ। অবরোধ তুলে নিলেও পুলিশকে এক ঘণ্টা সময় বেঁধে দিয়ে তৃনমূল সমর্থকদের হুমকি, ঘন্টা খানেকের মধ্যে দুষ্কৃতীরা গেফতার না হলে ফের পথ অবরোধ করবেন তারা। ইতিমধ্যেই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ। এদিকে বিজেপির বক্তব্য, যে তৃণমূল কংগ্রেস দলটাই তৈরি দুষ্কৃতীদের নিয়ে , তারাই আবার দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি করছে। তবে গোটা কোচবিহার ঘিরে লাগাতার অশান্তির জেরে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, তবে কি এই সন্ত্রাসের আবহ ২০২৩ এর পঞ্চায়েত ভোটেও বজায় থাকবে?(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর