একদিকে যখন একাধিক দুর্নীতির অভিযোগে রাজ্যের শাসকদল কার্যত বেসামাল, এমতাবস্থায় তাদেরই একটি পঞ্চায়েতের বিরুদ্ধে সরকারি প্রকল্পের জমি ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। ফলে বিতর্ক ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের জেলা রাজনীতিতে। পঞ্চায়েতের হাতে থাকা খাসজমিতে বৃক্ষপ্রকল্প হবে বলে সাড়ম্বরে ঘোষণা করা হয়েছিল। প্রকল্প এলাকার চারিদিকে সরকারি খরচেই তৈরি করা হয়েছিল পাঁচিল। কিন্তু বাস্তবে সেই প্রকল্প এগোয়নি এক পা-ও। পরিবর্তে ফাঁকা সেই সরকারি জমিতে বিনা বাধায় পাথর, বালি সহ নির্মাণ সামগ্রী রেখে ব্যবসা করছে অসাধু ব্যবসায়ীরা। আর এই বেআইনি কার্যকলাপ দেখেও দেখছে না স্থানীয় পঞ্চায়েত। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনশুকা ১ নম্বর গ্রামপঞ্চায়েত এলাকায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয়দের।

ওই সরকারি বৃক্ষরোপণ প্রকল্পের একাংশ জুড়ে গড়ে উঠেছে ছোটখাটো বালিখাদান। চারদিকে ডাঁই করে জমা রাখা হয়েছে ইট আর স্টোনচিপসের মতো নির্মাণ সামগ্রী। প্রকল্প‌ এলাকার একদিকের দেওয়াল যে কোনও মুহূর্ত ভেঙে পড়তে পারে। স্থানীয় সুত্রে খবর, শাসকদলের হাতে থাকা পঞ্চায়েতের পদাধিকারী আর স্থানীয় নেতাদের মদতেই, সরকারি এই প্রকল্প এলাকায় নির্মাণ ব্যবসায়ী আর ঠিকাদারদের অবৈধ ব্যবসা চলছে। এই অভিযোগে সরব হয়েছে বিরোধী শিবিরও।

তৃণমূল পরিচালিত ওই পঞ্চায়েতের প্রধানও এই অভিযোগ অস্বীকার করতে পারেননি। তবে মনশুকা ১ নম্বর গ্রামপঞ্চায়েতের প্রধান একইসঙ্গে বলেছেন, কেন্দ্রের NRGA প্রকল্পের টাকা বন্ধ হওয়ার কারণেই সরকারি প্রকল্পর কাজ সম্পূর্ণ করা যায়নি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর