নেতাজির জন্মভুমে বাস করে গর্বিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে বেলা ১২টা ১৫-য় সাইরেন আর শঙ্খ ধ্বনির মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। আর সেইখান থেকেই তিনি বলেন “নেতাজির জন্মভুমে বাস করে আমি গর্বিত।” নেতাজি সুভাস চন্দ্র বসুর ১২৬ তম জন্ম বার্ষিকী পালন করতে গিয়ে নাম না করে কেন্দ্রকে  নিশানা করেন তিনি। পরিকল্পনা কমিশন তুলে দেওয়ার সমালোচনা করেন। বলেন চালাকির দ্বারা মহৎ কাজ সাধিত হয় না। নবজাগরণ থেকে আন্দোলন সবই এই মাটি থেকে। আর তার জন্যই লড়াকু মনোভাবটা তাঁদের আছে বলে তিনি মন্তব্য করেন। এজেন্সিকে তিনি ভয় পাননা কিন্তু কেউ কেউ ভয় পায় এমন কটাক্ষ করতেও  ছাড়লেন না। রবীন্দ্রনাথ, সুভাসচন্দ্র বসু, বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়, ক্ষুদিরাম বসু এই বাংলারই তাই সেই মাটির মানুষের সঙ্গে কথা বলতে গেলে একটু সৌজন্য দেখাতে হয় বলে তাঁর মত। পাশাপাশি তিনি আওয়াজ তোলেন দেশের সম্পত্তি বিক্রি করা হচ্ছে। তবে দেশটাকে বেচে দেবেন না বলেও কেন্দ্রকে আবেদন জানান তিনি।

তিনি সমালোচনায় ভীত নন আর তাঁর সমালোচকও থাকবেন এটা স্বাভাবিক। রাস্তায় কেউ কিছু বলা মানেই বিক্ষোভ নয়। তাহলেই কি দিদির দূত অনুষ্ঠানে দিকে দিকে বিক্ষোভের প্রসঙ্গেই এমন মন্তব্য মুখ্যমন্ত্রীর? নেতাজির ভাবধারা নিয়েই দেশ এগিয়ে চলুক এমনই আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর