নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া। তিনি  বলেছেন , ‘ভবিষ্যতে  প্রধানমন্ত্রী  হওয়ার যোগ্যতা রয়েছে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।’ ২০২৪-এর  লোকসভার ভোটে গুরুত্ব পাবে আঞ্চলিক দল গুলি। এছাড়াও সমাজবাদী পার্টি ও ডিএমকের প্রসঙ্গও তুলেছেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

প্রসঙ্গতঃ  কিছুদিন আগে প্রতীচী ট্রাস্টের  এক অনুষ্ঠানে  বক্তব্য রাখতে গিয়ে মোদি সরকারের সমালোচনা করেন তিনি । ২০১৯-র  ডিসেম্বর মাসে  সিএএ পার্লামেন্ট পাস্ করায়  নরেন্দ্র মোদি সরকার। তা নিয়েও আপত্তি  জানিয়েছিলেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন । মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাঁর এই  মন্তব্যের পর নেট দুনিয়ায় প্রশ্ন  উঠেছে , তবে কি তিনি বিকিয়ে যাচ্ছেন ?  এর আগে ইউপিএ সরকারের আমলে তৈরি করা নালন্দা  কমিটি  থেকে তিনি প্রচুর  সুবিধা পেয়েছেন এইরকম  অভিযোগ  উঠেছিল ।  কিন্তু সেই অভিযোগের কোন সত্যতা  প্রমাণিত হয়নি ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর