ব্যুরো নিউজ, ৯ নভেম্বর: নিয়োগ মামলায় সময়-সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট
যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি নিয়োগ, টাকা নিয়ে অযোগ্য প্রার্থীকে দেওয়া হয়েছে চাকরী। রাজ্যে দীর্ঘ সময় ধরে চলছে নিয়োগ সংক্রান্ত মামলা। নিয়োগ সংক্রান্ত মামলায় গত বছর জুলাই মাসেই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে একাধিক বিধায়ককেও। কিন্তু তারপর এতটা সময় অতিবাহিত হয়ে গেলেও তদন্তে তেমন কোনও অগ্রগতি হয়নি বলে অভিযোগ। এবার সেই সব মামলার দ্রুত নিষ্পত্তি চাইছে শীর্ষ আদালত। মহুয়া ইস্যুতে তৈরি রিপোর্টের খসড়া! কি বললেন এথিক্স কমিটির চেয়ারপার্সন? এবার মামলার দ্রুত নিষ্পত্তি চাইছে শীর্ষ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কলকাতা হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠন করতে হবে, যেখানে নিয়োগ সংক্রান্ত মামলার দ্রুত শুনানি হবে। আগামী ৬ মাসের মধ্যে নিয়োগ সংক্রান্ত সব মামলার শুনানি শেষ করে কার্যকরী সিদ্ধান্ত নিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সিবিআই-কেও বলা হয়েছে সব মামলার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করতে।স্কুল সার্ভিস কমিশন থেকে প্রাথমিক নিয়োগ, একাধিক মামলার শুনানি ছিল এদিন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চে ছিল নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি। সব মামলা এদিন হাইকোর্টে পাঠিয়ে দেয় শীর্ষ আদালত। আগামী ৬ মাসের মধ্যেই শেষ করতে হবে নিয়োগ সংক্রান্ত সব মামলা। এমনটাই সময়-সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট।
রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করতে হবে, বৃহস্পতিবার কেন্দ্রীয় সংস্থা সিবিআই-কে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি, কলকাতা হাইকোর্ট যাতে আগামী ৬ মাসের মধ্যে নিয়োগ সংক্রান্ত সব মামলার নিষ্পত্তি করে, সেই নির্দেশও দেওয়া হয়েছে এদিন। ইভিএম নিউজ