নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ  এ যেন সর্ষের মধ্যেই ভূতের হদিশ। নিয়োগ দুর্নীতির তদন্তে এতদিন প্রাথমিক শিক্ষাসংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ যে তাপস মন্ডলকে সহযোগিতা করতে দেখা যাচ্ছিল, এবার সেই তিনিই চলে এলেন কেন্দ্রীয় তদন্তকারীদের সন্দেহের কেন্দ্রে। মঙ্গলবারই তাপসকে টানা ১৩ ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালিয়েছেন, ইডির তদন্তকারীরা। কিন্তু এবার তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে বলে, ইডির একটি সূত্রের খবর। আর এর পরেই মঙ্গলবার রাত ১১টা নাগাদ ইডি দপ্তর থেকে তাপস বেরিয়ে গেলেও, বুধবার ফের তাকে তলব করেন গোয়েন্দারা। ইডি সূত্রের খবর, বুধবার তাঁকে নিয়োগ দুর্নীতি কান্ডে অন্য এক ধৃত, হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে বুধবার জেরা করা হয়। কুন্তলের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৩০ কোটি টাকার হিসেব দিতেও বলা হয় তাপস মন্ডলকে।

অন্যদিকে, বুধবারের জেরা নিয়ে ইডির একটি সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় গোয়েন্দাদের টানা জেরার মুখে পড়ে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নানাসময়ে বিপুল পরিমাণ টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন, হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। সূত্রটির কাছ থেকে এটাও জানা গেছে, পার্থ চট্টোপাধ্যায়কে কীভাবে টাকা পাঠানো হত, তা স্বীকার করতে গিয়ে গোপাল দলপতি নামে এক ব্যক্তির নামও গোয়েন্দাদের কাছে ফাঁস করে দিয়েছেন কুন্তল। সবমিলিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তে নিয়োগ দুর্নীতির পরতে পরতে থাকা রহস্য প্রায় প্রতিদিনই যেভাবে প্রকাশ্যে আসছে, তাতে শাসকদলের দায় ঝেড়ে ফেলার চেষ্টা যে খুব বেশি সফল হবে না, তেমনটাই মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকদের একটা বড় অংশ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর