ব্যুরো নিউজ, ৫ সেপ্টেম্বর: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি | দোসর ঝোড়ো হাওয়া।

সেপ্টেম্বরের শুরুতেই লাগাতার বৃষ্টি। দুই পরগনাতেই নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বইতে পারে ঝোড়ো হাওয়াও।

বঙ্গে বৃষ্টির সম্ভাবনা

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হবে কলকাতাতেও। কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আগামী বুধবারও। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা-সহ আশেপাশের জেলাগুলিতেও বৃষ্টিপাত। এই বৃষ্টি চলতে পারে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। বৃষ্টির জেরে সাধারণ জনজীবনেও প্রভাব পড়তে পারে।

হাওয়া অফিসের পূর্বাভাস, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। তার জেরেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। রাতভর বৃষ্টি চলার আশঙ্কা।

ফুঁসছে তিস্তা! বানভাসি শৈলশহর

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৫দিন উত্তরবঙ্গের জেলাগুলি যেমন- দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার-সহ বেশ কিছু জেলাতেও হাল্কা বৃষ্টির সম্ভবনা রয়েছে।  ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর