বিশ্বের সেরা পর্যটন কেন্দ্রের তালিকায় স্থান পেল কেরালা। তালিকাটি প্রকাশ করলো নিউ ইয়র্ক টাইমস। সেখানে ১৩ নম্বরে স্থান পেয়েছে কেরালা। যেটি ভারতের একমাত্র রাজ্য হিসাবে স্থান অধিকার করেছে। কেরালার মুকুটে এটি একটি নতুন পালক । বিশ্বের পর্যটন মানচিত্রে জায়গা পেল এই দক্ষিণী রাজ্য। ওই সংবাদমাধ্যমে তাদের প্রতিবেদনে ৫১ টি পর্যটন কেন্দ্রের তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় জায়গা পেয়েছে কেরালা ছাড়াও লন্ডন, জাপানের মরিওকা, নিউজিল্যান্ডের অকল্যান্ড,ক্যেলিফরনিয়া পাম স্প্রিং, অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারুদ্বীপ প্রভৃতি।প্রতিবেদনটিতে কেরালাকে বর্ণনা করা হয়েছে ভারতের সমৃদ্ধ ,সাংস্কৃতি, ঐতিহ্যপূর্ণ একটি দক্ষিণী রাজ্য হিসাবে । সেখানে উল্লেখ রয়েছে কেরালার একটি ছোট্ট গ্রাম কুমারাকমের নামও।