মাধব দেবনাথ, নদীয়াঃ ভোটের আগে পোস্টার রাজনীতিতে নয়া মোড়। এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে ‘বাংলার বাঘ’ বলে উল্লেখ করে ছড়ালো পোস্টার। আর সেই পোস্টারকাণ্ডে সরগরম হল, নদীয়ার শান্তিপুর। স্থানীয়সূত্রে খবর, শান্তিপুরের নতুনহাট রাজপুতপাড়া লেন এলাকায়।

স্থানীয়সূত্রে খবর, শান্তিপুরের নতুনহাট রাজপুতপাড়া লেন এলাকায় কয়েকদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে, একটি ধর্মীয় আলোচনা আর জলসা। যার আয়োজক ‘প্রতিপক্ষ’ নামে স্থানীয় একটি সংগঠন। কিন্তু বুধবার সকালে আচমকাই ‘ভাইজান বাংলার বাঘ’ লেখা একটি পোস্টার, স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে। যদিও আয়োজক সংগঠন প্রতিপক্ষ এবং এখানকার বাসিন্দারা, জলসার সাথে কোনও যোগসাজশ খুঁজে পাচ্ছেন না। তাঁদের দাবি,  এই জলসা নিছকই ধর্মীয় অনুষ্ঠান। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। আর আয়োজকদের এই দাবিতেই তৈরি হয়েছে, অন্য এক সন্দেহ। তবে কি এলাকায় বিভ্রান্তি সৃষ্টি করে, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মীয় পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে? আয়োজক সংস্থা এবং স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ তদন্ত করে দেখুক, কে বা কারা এই কাজ করেছে।

যদিও, জল্পনার জলে ঢেউ তুলে, শান্তিপুরের তৃণমূল নেতা বৃন্দাবন প্রামানিকের তাৎপর্যপূর্ণ মন্তব্য, “শান্তিপুরে যাঁর কোনও প্রভাব নেই, মানুষ যাঁকে চেনে না, সেই অচেনা ব্যক্তির নামের সঙ্গে যদি ‘বাংলার বাঘ’ শব্দ কেউ ব্যবহার করে থাকে, তাতে তৃণমূল কংগ্রেসের অন্তত কিছু যায় আসে না।

প্রসঙ্গত, ভাঙড়ের হাতিশালায় আইএসএফের পতাকা উত্তোলনকে কেন্দ্র করে, মাসখানেক আগে উত্তাল হয়েছে, দক্ষিণ ২৪ পরগণার রাজনীতি। সেই উত্তাল রাজনীতির ঢেউ আছড়ে পড়েছিল, কলকাতার প্রাণকেন্দ্রে। ঘটনার জেরে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি সহ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বহু সমর্থককে গ্রেফতার করে, একাধিক থানায় মামলা দায়ের করে পুলিশ। আর সেই যাবতীয় ঘটনায়, রাজ্যের শাসকদলের দখলে থাকা সংখ্যালঘু ভোটব্যাঙ্কে, স্পষ্টতই ফাটল ধরার ইঙ্গিত পাচ্ছেন, রাজ্যরাজনীতির পর্যবেক্ষকদের একটা বড় অংশ। অন্যদিকে রাজ্য পুলিশ ধৃত আইএসএফ বিধায়কের বিরুদ্ধে আদালতে নানা চাঞ্চল্যকর অভিযোগ আর দাবি করায়, পঞ্চায়েত ভোটের আগে পুলিশকে বিরুদ্ধস্বর দমনের চেষ্টার অভিযোগ উঠেছে, রাজ্যের সরকার তথা শাসকদলের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে, নদীয়ার সংখ্যালঘু এলাকায় এধরনের পোস্টার পড়ার ঘটনা কি, তৃণমূলবিরোধী আইএসএফকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা। শুরু হয়েছে প্রশ্ন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর