শ্রাবণী দাশগুপ্ত, ১৭ এপ্রিলঃ আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে – একেবারে তীরে না হলেও ধানসিঁড়ির কাছে পৌঁছানো গেল পয়লা বৈশাখে অর্থাৎ বাংলা নববর্ষর দিনে। আসলে এই ধানসিঁড়ি সম্পূর্ণভাবেই মহিলাদের দ্বারা পরিচালিত এক স্বেচ্ছাসেবী সংস্থা। মহিলা পরিচালিত ঠিকই, তবে সমাজসেবায় এই মহিলারা ব্রাত্য করে রাখেন না পুরুষদেরও। পুরুষ-মহিলা নির্বিশেষে সকলের সেবার জন্যই সদাপ্রস্তুত ধানসিঁড়ি।
রোদ-ঝড়-জল-কাদায় মাখামাখি হয়ে, দিন রাতের যে কোন সময় ধানসিঁড়ি থাকে মানুষের পাশে। আর এইভাবেই এগিয়ে যেতে চান তারা। শিলিগুড়ির মানুষের কাছে তাই অতি প্রিয় এই ধানসিঁড়ি স্বেচ্ছাসেবী সংস্থা।
বাংলা নববর্ষের দিনে এক মনোরম সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিলেন এই সংস্থার সদস্যারা। সংস্থার সদস্যরা ছাড়াও বাইরের শিল্পীরাও যোগ দিয়েছিলেন সেই অনুষ্ঠানে। গান-নাচ- আবৃত্তি, সবই পরিবেশন করলেন শিল্পীরা। ধানসিঁড়ি নামটাই তো বাংলার একান্ত নিজস্ব। নামের মধ্যেই যেন মাটির সোঁদা গন্ধ। আর তার সঙ্গে সাযুজ্য রেখেই শিল্পীরা পরিবেশন করলেন লোকসংগীত।(EVM News)