ব্যুরো নিউজ, ২৩ ডিসেম্বর: ধনখড়কে অপমানের প্রতিবাদে বিজেপির ধিক্কার মিছিল
গতকাল বীরভূম জেলার সিউড়ীর চৈতালী মোড়ে সিউড়ীর নগর মণ্ডলের বিজেপি যুব মোর্চার নেতৃত্বে এক ধিক্কার প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিলো। বিক্ষোভ কর্মসূচীর এই মিছিল গোটা শহর পরিক্রমা করে চৈতালী মোড়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করে।
তাঁদের দাবি ছিল, তৃণমূলের সাংসদ তথা আইনজীবী কল্যান বন্দ্যোপাধ্যায় যেভাবে মাননীয় উপরাষ্ট্রপতি তথা রাজ্য সভায় চেয়ারম্যান সম্মানীয় জগদীপ ধনখড় মহাশয়ের উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করেছিলেন তার জন্য তাঁকে গোটা দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে ও অবিলম্বে তাঁকে তাঁর সাংসদ পদ ত্যাগ করতে হবে।
এই মিছিলে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা সহ জেলা ও নগর মণ্ডলের কার্যকর্তারা। তাঁরা বলেন, একজন উপরাষ্ট্রপতি যিনি অতীতে একজন রাজ্যপালও ও ছিলেন তাঁকে অপমান করার অধিকার একজন সাংসদ, যিনি নিজে আইনের লোক, তাঁর হতে পারেনা। তিনি উপরাষ্ট্রপতিকে যেভাবে অপমান করেছেন তা গোটা ভারতবর্ষের লোক দেখেছেন। তাই তাঁর উচিৎ অবিলম্বে পদত্যাগ করা। ইভিএম নিউজ