ব্যুরো নিউজ, ২৮ সেপ্টেম্বর: দ্বিতীয়বার বাবা হতে চলেছেন অভিনেতা জিৎ
কেন খাবেন ড্রাগন ফল? কি এর উপকারিতা
আবারও বাবা হতে চলেছেন অভিনেতা জিৎ। নতুন অতিথি আসার খবর সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নায়ক লেখেন, ” আনন্দের সঙ্গে জানাচ্ছি, আসতে চলেছে আমাদের দ্বিতীয় সন্তান। সকলের আশীর্বাদ কাম্য”। মেয়ে হওয়ার ১১ বছর পর নতুন সদস্য আসতে চলেছে।
এই সুখবরে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন সেলেব থেকে নেটাগরিকরা। টলিপাড়ায় কয়েক দিন আগে মা-বাবা হয়েছেন ঋদ্ধিমা ঘোষ ও গৌরব চক্রবর্তী। পরিবারকে নিয়েই জিৎ এর জগৎ। তাকে কোনও রকম পার্টি কিংবা প্রিমিয়ার কোথাও দেখা যায় না। সিনেমার প্রচার ছাড়া সাংবাদিকদের মুখোমুখিও কম হয়েছেন তিনি। ২৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা তাঁর নতুন ছবি ‘মানুষ’। কয়েক দিন আগে প্রকাশ্যে এসেছে সেই ছবির প্রথম ঝলক। ছবির প্রচারের ফাঁকে নায়ক যে এমন খবর শোনাবেন, সেটা কেউই হয়তো আশা করেননি। আপাতত মদনানি পরিবারের নতুন সদস্য আসার অপেক্ষায় সবাই। ইভিএম নিউজ