ইভিএম নিউজ ব্যুরো, ২২ ফেব্রুয়ারিঃ প্ল্যাটফর্ম টিকিটের দাম বেড়েছে আগেই। এবার দামি হতে চলেছে দূরপাল্লার ট্রেনযাত্রার খাবার। যদিও মঙ্গলবার ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) জানিয়েছে যে এই যাবৎ চলা সাধারণ মানের খাবারের দাম বাড়ানো হয়নি। তবে যাত্রীদের আরও পছন্দসই আর ভালো মানের খাবারের চাহিদা জানার পর একটি অতিরিক্ত মেনু তালিকায়, বর্ধিত দামের আরও ৭০ টি খাবার নিয়ে আসা হচ্ছে।
সম্প্রতি, ভারতীয় রেলওয়ে ট্রেনে ক্যাটারিং পরিষেবা উন্নত করতে মেনু কাস্টমাইজ করার জন্য নমনীয়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে RCTC । এর মধ্যে রয়েছে “আঞ্চলিক খাবারের আইটেম, মৌসুমি খাবার, উৎসবের সময় প্রয়োজনীয়তা, যাত্রীদের বিভিন্ন গ্রুপের পছন্দ অনুযায়ী খাবারের আইটেম যেমন ডায়াবেটিক খাবার, শিশুর খাবার, বাজরা ভিত্তিক স্থানীয় পণ্য সহ স্বাস্থ্যকর খাবারের বিকল্পগুলি ইত্যাদি।
ট্রেনে দীর্ঘ যাত্রার ক্ষেত্রে যাত্রীদের যাতে কোনও রকমের অসুবিধা না হয় তার খেয়াল রাখে RCTC। এই প্রসঙ্গে RCTC-র তরফে জানানো হয়েছে, সাধারণ রেলযাত্রীদের খাবারের বৃদ্ধির জন্য কোনও প্রভাব পরবে না। তবে নতুন মেনুর ক্ষেত্রে খাবারের দামের পরিবর্তন হয়েছে অনেকটাই। যাত্রীরা A-La-Carte মেনু থেকে রকমারি খাবার অর্ডার করতে পারবেন যাত্রীরা।
নতুন দাম অনুযায়ী, ২ টি রুটির দাম ২০ টাকা, ১০০ গ্রাম ইটলির দাম ২০ টাকা, দই বড়া ২০ টাকা, ডিম সিদ্ধ ১৫ টাকা, চিকেন স্যান্ডউইচ ২৫ টাকা, ফিশ কাটলেট ৫০ টাকা।
উল্লেখ্য, বেশকিছু দিন আগেই এক যাত্রী আইআরসিটিসি খাবারের গুনগত মান নিয়ে প্রশ্নও তুলে জেলের খাবারের সঙ্গে তুলনা করেছিলেন। রীতিমতো ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায় পোস্টটি। সেই বিষয়ে তিনি অনেকের কাছ থেকে প্রশংসাও কুড়িয়ে ছিলেন আবার কেউ কেউ সমালোচনাও করেছিলেন।