পুলিশি হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় দুই অফিসারকে সাসপেন্ড করলো সিবিআই। সাসপেন্ড হলেন রাহুল প্রিয়দর্শী ও বিলাস মাদ্ঘুট। বগটুই হত্যা কান্ডের অন্যতম অভিযুক্ত লালনের মৃত্যুর ফলে গোটা তদন্ত যথেষ্ট ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে দুই অফিসারকে সাসপেন্ড করে সিবিআই তাঁদের মুখ বাঁচানোর চেষ্টা করছে বলে রাজনৈতিক মহল মনে করছে। অন্যদিকে লালনের স্ত্রী এবং পরিবারের লোকজনের অভিযোগ লালনকে পিটিয়ে মারা হয়েছে। ইতিমধ্যেই এই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে রাজ্য পুলিশ। আট মাস ফেরার থাকার পর গত নভেম্বরে ঝাড়খন্ড থেকে সিবিআই গ্রেফতার করে লালনকে। বগটুইয়ের ঘটনায় ন’জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। এদিকে লালনের সঙ্গে আনারুল ইসলামের ফোনে কথোপকথনের ঘটনাটিও সামনে এসেছে। ফলে লালনের সিবিআই হেফাজতের মৃত্যু সিবিআইকে যথেষ্ট ব্যাক ফুটে রেখেছে।
