রাজ্যে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার শেষ দিনে কংগ্রেসের আমন্ত্রণে যোগ দিলেন না সিপিআইএম অথবা বাম ফ্রন্টের অন্য কোনও প্রতিনিধি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে নেতাজির জন্মদিনেই কার্শিয়াং-এ শেষ হল রাজ্যের ভারত জোড়ো যাত্রা। অধীর চৌধুরী দলের এই কর্মসূচিতে সিপিআইএম তথা বামফ্রন্টকে সামিল করতে চেয়েছিলেন। আর তার জন্যই তিনি সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ বামফ্রন্টের শরীক দল গুলির নেতৃ স্থানীয়দের আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছিলেন। তবে মহম্মদ সেলিম, বিমান বসুরা এই কর্মসূচিতে থাকতে না পারার জন্য চিঠি দিয়ে অধীর চৌধুরীকে জানান। সিপিআইএম নেতাজির জন্মদিনটিকে দেশ প্রেম দিবস হিসাবে পালন করে। তার জন্যই তাঁরা ব্যস্ত থাকবেন বলেই কংগ্রেসের এই কর্মসূচিতে অংশ নিতে পারছেন না বলে দুঃখ প্রকাশ করে চিঠি দেন। এর আগে কলকাতায় ভারত জোড়ো যাত্রায় বাম মনোভাবাপন্ন বিশিষ্ট কয়েকজন যোগ দিয়েছিলেন।
কিন্তু সাগর থেকে পাহাড়, কংগ্রেসের এই কর্মসূচিতে যোগদানের ক্ষেত্রে শেষ মুহূর্তে বামেদের তথা সিপিআইএমের পিছিয়ে যাওয়ার মধ্যে ধরি মাছ না ছুঁই পানির তত্ত্ব? বিগত নির্বাচনগুলিতে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নির্বাচনী ফলাফল আশাব্যাঞ্জক হয়নি। দলের অন্দর থেকেও একটা বড়ো অংশ এই জোটকে সাদা চোখে নেয়নি। আর তারপর থেকেই কোথাও যেন প্রকাশ্যে সখ্যের ছবি ধরা পড়লেও অন্তরালে আড়ো আড়ো ছাড়ো ছাড়ো ভাব। আর তাই কি সংহতি দেখিয়েও লুকোচুরি? কে জানে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর