ইভিএম নিউজ ব্যুরো, ১৫ মার্চঃ বর্তমানে স্বাস্থ্য সচেতন অনেকেই। জিমে কমবেশি অনেকেই যান। ঘাম ছড়ান। আবার দৈনন্দিন রুটিনের মধ্যেও পরে কারোর কারোর। কমপক্ষে ২ থেকে ৩ ঘণ্টা ব্যয়াম যথেষ্ট একজন মানুষের পক্ষে। কিন্তু তাই বলে ২৪ ঘণ্টা ব্যয়াম? আবার এক নাগারে পুল আপ। আপনি দিনে কটা পুল আপ করতে পারবেন? ১০০০ টা ? তার বেশি হলে ২০০০? আশা করি এর থেকে বেশি নয়। তাহলে এই ক্ষেত্রে আপনার ধারণা এক্কেবারেই ভুল। সম্প্রতি অস্ট্রেলিয়ার জ্যাক্সন ইতালিয়ানো নামে এক যুবক ৮০০৮টি পুল আপ করে স্বীকৃতি পেয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। শুধু বিশ্বরেকর্ড করার জন্যই নয়, এক স্বেচ্ছাসেবী সংস্থায় অর্থ সাহায্য করার জন্যই ওই যুবকএর এই অসামান্য প্রচেষ্টা।
সম্প্রতি প্রায় ৪০০০ জন ডিমেনশিয়া রোগীকে সাহায্য করার জন্য পুল আপের চ্যালেঞ্জ নেন ওই যুবক। অস্ট্রেলিয়ার সিডনিতে ডিমেনশিয়া অস্ট্রেলিয়া নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার জন্য তিনি অর্থ সংগ্ৰহ করছিলেন।
প্রসঙ্গত, এর আগে জ্যাক্সনের রেকর্ডটি ছিল ৭৭১৫ পুল আপ। আর এবার আরও ৩০০ টি বেশি পুলআপ করে ফের রেকর্ড করেন জ্যাক্সন। শুধু তাই নয়, ১২ ঘন্টায় ৫৯০০ টি পুল আপের রেকর্ডও ভাঙেন তিনি। পরে তাঁর ইনস্টাগ্ৰামে হ্যান্ডলে অনুভূতির কথা শেয়ার করেন জ্যাক্সন। এই সাফল্যের পর সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থার জন্য ৬ হাজার ডলার অর্থও সংগ্রহ করেন তিনি।
এমন অসাধ্য সাধনের পিছনে কারণ তিনি ব্যাখ্যা করে বলেন , সমস্ত ডিমেনশিয়া রোগীদের পরিবার জন্য জরুরি পরিষেবা দেওয়ার জন্যই আমার এই প্রয়াস। তাই অর্থ জোগাড় করেছি।