পুলিশি
ব্যুরো নিউজ, ৫ জানুয়ারি: দিনহাটায় পুলিশি বাধার মুখে সুকান্ত | বসে পড়লেন রাস্তায় | স্তব্ধ রাজ্য সড়ক

দিনহাটায় সুকান্ত মজুমদারকে পুলিশি বাধা। এক পুলিশ কর্তার সঙ্গে বচসা।

হামলার পেছনে শাহজাহানের পোষা রোহিঙ্গারা! NIA তদন্তের দাবি বিজেপির

এদিন দিনহাটায় আহত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানেই পুলিশি বাধার মুখে পড়তে হয় তাঁকে। কোচবিহারের মরাপোড়া চৌপথী এলাকায় আটকানো হয় সুকান্তর কনভয়। বাধার মুখে পড়তেই ক্ষোভে ফেতে পড়ে বিজেপি কর্মীরা। যা নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। 
রাস্তায় নামতেই তাঁকে বাধা দেয় পুলিশ। এক পুলিশ কর্তার সঙ্গে রাস্তাতেই বচসা শুরু হয়। সুকান্ত সাফ বলেন, আপনারা দলদাসের মতো কাজ করছেন। উদয়ন গুহর মতো কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো কাজ করছেন। এটা বেআইনি কাজ। 

সুকান্তকে বাধা দিতেই ক্ষোভে ফুঁসতে থাকেন বিজেপি কর্মীরা। তৃণমূল বিরোধী স্লোগান দেও বিজেপি কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তেই তপ্ত হয়ে ওঠে এলাকা। শেষ পর্যন্ত রাস্তাতেই বসে পড়েন সুকান্ত।  

সুকান্ত মজুমদারের সঙ্গে ছিলেন ফালাকাটার বিধায়ক, ছিলেন নাটাবাড়ির মিহির গোস্বামী, সুকুমার রায়। বিধায়কদের সঙ্গে নিয়েই অবস্থান বিক্ষোভে বসেন সুকান্ত। যার জেরে কোচবিহার থেকে মাথাভাঙা দিনহাটা দেওয়ার রাজ্য সড়ক পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। 

তাঁরা প্রশ্ন তোলেন, এলাকায় ১৪৪ ধারা জারি নেই, তারপরও কেন আটকানো হচ্ছে কনভয়? ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর