“পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেব”—অঞ্জন দত্তের গানের লাইনেরই পুনরাবৃত্তি দেখল মালদার ইংরেজবাজার গ্রাম পঞ্চায়েতের গোপালপুর এলাকা। ‘দিদির দূত’ কর্মসূচিতে বারবারই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে দিদির সৈনিকদের। কিন্তু এবার ইংরেজবাজারের কর্মসূচি কিছুটা অস্বস্তিতেই ফেলেছে শাসক দলের সদস্যদের। সোমবারের পুরাতন মালদার ঘটনার পর ফের মঙ্গলবার ইংরেজবাজার গ্রাম পঞ্চায়েতের গোপালপুর এলাকায় ‘দিদির দুত’-দের বিরুদ্ধে পোস্টার সাঁটলেন গ্রামবাসীরা। কী লেখা ছিল সেই পোস্টারে? তাতে লেখা আছে, খোয়ার মোড় থেকে ৫২ বিঘা পর্যন্ত রাস্তা যতদিন না হচ্ছে ততদিন তাঁদের গ্রামে দিদির দূত সহ কোনও রাজনৈতিক দলের নেতা-নেত্রীর প্রবেশ নিষেধ। শুধু পোস্টারই নয় রাস্তা সারাইয়ের দাবি জানিয়ে আগুন জ্বালিয়েও পথ অবরোধ করতে দেখা যায় গ্রামবাসীদের। গোপালপুর সংলগ্ন একাধিক গ্রামে এই পোস্টার দেখা যায়।
প্রসঙ্গত গ্রামবাসীদের দাবি, শুধু ভোটের সময়ই ভোট নেওয়ার জন্য রাজনৈতিক নেতাদের দেখা যায়। তখনই তাঁরা গ্রামে এসে শুধু প্রতিশ্রুতি দিয়েই চলে যান। একটা কাজও এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি। ফলে এখানে আর চিঁড়ে ভিজবে না। বাগবাড়ি খোয়ার মোড় থেকে ৫২ বিঘা গ্রামের কাঁচা রাস্তায় বর্ষাকালে এক হাঁটু সমান কাদা পেরিয়ে নিত্য যাতায়াত করতে হয়। শীতের সময় জামাকাপড় রাস্তার ধুলোয় ভর্তি হয়ে যায়। এছাড়াও আবাস যোজনার ঘর দেওয়া নিয়েও দুর্নীতি করা হয়েছে। তাই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।