ব্যুরো নিউজ, ৭ অক্টোবর: দার্জিলিংয়ের টয় ট্রেন এখন ভারতেরও গর্ব
দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আকর্ষণীয় হল টয় ট্রেন। উত্তরবঙ্গে টয় ট্রেন পরিষেবা প্রদান করে থাকে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মন্ত্রমুগ্ধ করে। বাংলা তথা ভারতের গর্ব এই ডিএইচআর-কে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে ইউনেস্কো।
দেশের প্রথম বুলেট ট্রেন | নাম ‘হুশ’
দার্জিলিংয়ে যাবেন অথচ টয় ট্রেন চড়বেন না, তা কী করে হয়? কু ঝিক ঝিক শব্দ করতে করতে পাহাড়ের বুক চিরে এগিয়ে যায় প্রিয় ‘খেলনা গাড়ি’। পাহাড়ি রাস্তায় ঘুরে ঘুরে অপরূপ ছন্দে ছুটে যায় সে। জানালার পাশে বসে পাহাড়ি সৌন্দর্য দু’চোখ ভরে উপভোগ করতে পারেন পর্যটকরা। প্রত্যেক বছর দূর দূরান্ত থেকে প্রচুর পর্যটক দার্জিলিংয়ে যান শুধুমাত্র টয় ট্রেন চরবার জন্য । ইভিএম নিউজ