ব্যুরো নিউজ, ১ নভেম্বর: ‘দশম অবতার’ দেখতে চান মুখ্যমন্ত্রী| বুম্বাদার কাছে জানান আর্জি

রমরমা বাজার দশম অবতার-এর। পুজোয় হল কাপিয়েছে দশম অবতার। ৭ দিনেই বক্স অফিসে ৪.৫ কোটি টাকার ব্যবসা করেছে। আর পুজোর পর রেড রোডে দুর্গাপুজোর মেগা কার্নিভালে হাজির ছিল বাংলা ইন্ডাস্ট্রি। আর সেখানে সায়ান্তিকা, কৌশানিদের সঙ্গে ধুতি-পাঞ্জাবি স্বয়ং হাজির ছিলেন বুম্বাদা।

পূর্ব মেদিনীপুরে পঁচিশ টাকায় পেঁয়াজ

মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেই কার্নিভাল উপভোগ করেন বুম্বাদা। আর সেখানেই ‘দিদি’র সঙ্গে গল্প-গুজবে মেতে ওঠেন। আর তখনই দশম অবতার দেখার আর্জি জানান মুখ্যমন্ত্রী।

সংবাদমাধ্যমকে সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, ‘দিদি খুব খুশি। অসুস্থ থাকার দরুন যখন উনি বাড়িতে ছিলেন, তখন ‘গুমনামি’ দেখেছেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন ‘দশম অবতার’ নিয়েও অনেক কথা শুনছি, ভীষণ দেখার ইচ্ছে রয়েছে।’ ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর