শিবশঙ্কর চট্টোপাধ্যায়, দক্ষিণ দিনাজপুরঃ ১৯৯২ সালের ১ লা এপ্রিল পশিম দিনাজপুর জেলা দ্বিখণ্ডিত হয়ে এই জেলার দক্ষিণাংশ নিয়ে তৈরি হয় দক্ষিণ দিনাজপুর । বালুরঘাট এই জেলার জেলাসদর। বালু্রঘাট ও গঙ্গারামপুর এই দুই মহকুমা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা গঠিত।

দক্ষিণ দিনাজপুর জেলা হল ইতিহাসের আকর। এই জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৌর্য,গুপ্ত, সেন, পাল প্রভৃতি যুগের ইতিহাস। ইংরেজ শাসনকালেও এই জেলায় বিপ্লবী আন্দোলনের গতি অন্যান্য জেলা থেকে অনেকটাই বেশি ছিল। এই সম্পর্কে অনেকেরই অনেক কিছু জানার রয়েছে। কিন্তু তা সত্ত্বেও অনেক ইতিহাস এখনো অনেকের অজানা ।

খিলাড়ি ইতিহাস লোকসংস্কৃতিকে নতুন করে মানুষের সামনে তুলে ধরতে দক্ষিণ দিনাজপুর জেলার ইতিহাস গবেষক সমিত ঘোষ ও কৌশিক বিশ্বাস ” অচর্চিত দক্ষিণ দিনাজপুরের কথা” নামে একটি বই প্রকাশ করলেন। শুক্রবার সন্ধ্যায় বালুরঘাট সুবর্ণ তট সভাগৃহে এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার সাহিত্যিক মহল । অন্তরালে লুকিয়ে থাকা জেলার ইতিহাসকে মানুষের সামনে তুলে ধরতেই এই প্রয়াস বলে জানা গেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর