ইভিএম নিউজ ব্যুরো, ত্রিপুরাঃ ত্রিপুরায় পঞ্চাশ শতাংশেরও বেশি আসনে প্রার্থী দিতে পারেনি তৃণমূল। তা সত্ত্বেও সরকার গঠনের আশায় আজ সোমবার ত্রিপুরা সফরে মমতা । আগামী ১৬ ই ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা ভোট । এই আবহে গতকাল রবিবারই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল । ইস্তেহারে প্রকাশ পেয়েছে বাংলার মতনই ‘ সবুজসাথী’ , স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মতন কিছু প্রকল্প । এমনকি চাকরি হারানো ১০ হাজার ৩২৩ জন শিক্ষককে ভাতা দেওয়া , প্রাপ্ত বয়স্কদের জন্য মাসে ২ হাজার টাকা করে দেওয়ার কথাও উল্লেখ রয়েছে ইস্তেহারে । বিরোধীদের দাবি , গোয়ার মতন ত্রিপুরা বাসীদেরও বোকা বানাতে চান মমতা । ত্রিপুরার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মানিক সাহার কটাক্ষ , “ তৃণমূল পরিযায়ী পাখী ! এখানে ৬% ভোটের জন্য বারবার আসে !”
ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের মোট আসন সংখ্যা ৬০। যেখানে তৃণমূল প্রার্থী দিতে পেরেছে মাত্র ২৮ টি আসনে । তৃণমূলের এই দুর্বল সংগঠন নিয়ে বিজেপি মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্যের কটাক্ষ , “ এই রাজ্যে তৃণমূলের মূলই গজায়নি!” এমন পরিস্থিতিতে মমতার ত্রিপুরা সফর । আগরতলা বিমানবন্দরে নেমে উদয়পুরের উদ্দেশে রওনা দেবেন তিনি । সেখানে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে , রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে রোড -শো শুরু করে শহর পরিক্রমা করে আবার সেখানেই সভা করা কথা তাঁর। এই সভার জন্য গতকাল থেকেই ত্রিপুরায় রয়েছেন মন্ত্রী ব্রাত্য বসু শশী পাঁজারা। একদিকে দুর্বল সংগঠন আর অন্যদিকে পশ্চিমবঙ্গে বর্তমান শাসনকালে যেভাবে বিভিন্ন দুর্নীতির সঙ্গে নিজেদেরকে লিপ্ত করেছেন এই তৃণমূল দলের তাবড় নেতারা ,তাতে করে বাইরের রাজ্য গুলির নির্বাচনে এই তৃণমূল দল কতটা দাগ কাটতে পারবে ,তাই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে রাজনৈতিক মহলে।