ব্যুরো নিউজ, ১১ মার্চ : লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকায় নাম না থাকায় এবার অভিমানী সায়ন্তিকা ব্যানার্জী। রবিবারে ব্রিগেডে জনগর্জন সভায় আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকা  প্রকাশের পর দেখা গেছে তালিকায় নাম নেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির। ওইদিনই নিজের পদ থেকে ইস্তফা দেন এমন খবর নিয়ে গুজব ছড়ায়। সূত্রের খবর তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে নাকি ইস্তফা পত্র পাঠিয়েছেন সায়ন্তিকা।

এবার কি বিজেপিতে যাবেন সায়ন্তিকা?

টিকিট পেলনা সায়ান্তিকা

উল্লেখ্য, ২০২১ এর বিধানসভা নির্বাচনে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়াই করেছিলেন সায়ন্তিকা। যদিও বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানার কাছে তিনি হেরে যান। দলের পক্ষ থেকে  সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়। সায়ন্তিকাকে দলের রাজ্য সম্পাদকও করা হয়। আসন্ন লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে টিকিট পাবেন বলে আশাবাদী ছিলেন সায়ন্তিক। রবিবার ব্রিগেডের মঞ্চে উপস্থিত ছিলেন সায়ন্তিকা। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা গেল অন্য ছবি। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তৃণমূলের তালডাংরার  বিধয়ক অরূপ চক্রবর্তীকে। এরপরই নাকি ইস্তফা দেন সায়ন্তিকা ব্যানার্জি। এখন প্রশ্ন হচ্ছে অভিমানে কি এবার বিজেপির দিকে ঝুঁকবেন সায়ন্তিকা? উত্তরটা সময় দেবে।

 

সন্দেশখালিতেই থাকবেন শুভেন্দু, সেই মত বাড়ি ভাড়াও নিলেন

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর