ব্যুরো নিউজ, ১২ ডিসেম্বর: তিল তেলের কারখানায় ভয়াবহ আগুন
ফের ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটলো ডানকুনির চাকুন্দিতে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের তিনটি ইঞ্জিন। জানা গিয়েছে, অগ্নিসংযোগের এই ঘটনা ঘটে চাকুন্দির চাড্ডা কমপ্লেক্সে তিল থেকে তেল তৈরি হওয়ার কারখানায়। ওই কারখানায় আটটা নাগাদ আগুন লাগে।
লুকোচুরির অবসান ঘটিয়ে অবশেষে নিজের ডেরায় সুন্দরবনের রাজা
খবর পেয়ে ডানকুনি ফায়ার ব্রিগেড থেকে দুটি ইঞ্জিন ও বাইরে থেকে আরেকটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়। খবর দেওয়া হয়েছে ডানকুনি থানায়। ওই কারখানায় প্রচুর পরিমানে দাহ্য পদার্থ ছিল। ওই দাহ্য পদার্থ থাকার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের। ঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রনে আনতে দমকলের আরো ইঞ্জিনকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। ইভিএম নিউজ