ইভিএম নিউজ ব্যুরোঃডোপিং বিধি লঙ্ঘনের দায়ে ২১ মাসের জন্য নির্বাসিত করা হল ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকারকে। অভিযোগ উঠেছে ডোপিং টেস্টে তাঁর শরীর থেকে পাওয়া গেছে হাইজেনামাইন নিষিদ্ধ পদার্থ। ফলে কড়া শাস্তির মুখে বাংলার মেয়ে দীপা। ২১ মাসের জন্য নির্বাসিত করল আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি। দীপার এই নির্বাসন বহাল থাকবে আগামী ১০ জুলাই পর্যন্ত। রিও অলিম্পিকে চতুর্থ স্থানাধিকারী ভারতীয় জিমন্যাস্ট দীপা ২০২১ সালের অক্টোবর মাস থেকে কোনও খেলার অংশ নিতে পারেননি বলে জানা গিয়েছে। ২০২১ এর অক্টোবর থেকে রায় ঘোষণা হওয়া  আবধি  সময়কে শাস্তির মেয়াদের অন্তর্ভুক্ত করা হবে। কারণ এই সময়ে দীপার বিরুদ্ধে তদন্ত চলছিল এবং দীপা সমস্থ প্রতিযোগিতা থেকে বাইরে ছিলেন। আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশনকে দীপার বহিষ্কার করার খবর জানিয়েছে আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি। এফআইজির অ্যান্টি ডোপিং রুলের  ১০.৮.২ নম্বর  ধারা অনুযায়ী সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। ২০২১ সালের ১১ই অক্টোবর দীপার নমুনা সংগ্রহ করা হয়েছিল বলে জানা যাচ্ছে। নমুনার নিরিখে তাঁর বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়। আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি সূত্রে খবর,দীপা কর্মকারকে ২১ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। যা বাহাল থাকবে চলতি বছরের ১০ জুলাই পর্যন্ত।

এই প্রসঙ্গে, দীপা টুইটারে লেখেন , দীর্ঘ লড়াই আজ সমাপ্ত হল। সমস্ত বিষয়টি নিয়ে আমিও ধন্ধে রয়েছি ।তিনি আরও বলেন ,আমি  খুশি যে এই বিষয়টির সমাধান হল। উল্লেখ, তাঁর নির্বাসন কয়েক মাস কমিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ২০২৩ জিমন্যাস্টিক্সে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দীপা।একইসঙ্গে দীপা জানান, বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী তিনি WADA-র পক্ষ থেকে ২ বছরের নির্বাসনের শাস্তি পেয়েছেন।এই তথ্য ভুল এবং মিথ্যে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর