ব্যুরো নিউজ, ৪ সেপ্টেম্বর: ডুরান্ড এলো বাগানে। রবিবাসরীয় যুবভারতীতে ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে ১৭তম ডুরান্ড ট্রফি জিতলো মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচের একমাত্র গোলদাতা পেট্রেটস।

দুই দলই তাদের গত ম্যাচের সেরা একাদশই মাঠে নামিয়েছিলেন। দুই দলই আক্রমণ প্রতিআক্রমণে খেলছিল। মাঝমাঠ দখলের লড়াই চলছিল থাপা, হুগো, বোরহা, সিভেইরোদের মধ্যে। ইস্টবেঙ্গল বেশ কয়েকটি আক্রমণের সুযোগ তৈরী করছিল। কিন্তু সেই তুলনায় মোহনবাগান সেইরকম আক্রমণাত্বক ভঙ্গিতে খেলতে পারছিল না। এইদিন সাদিকুও একদমই নজর কাড়তে ব্যর্থ হন। নন্দা, মহেশদের আক্রমণগুলি দক্ষতার সাথেই রুখছিলেন মোহন ডিফেন্সের জুটি আনোয়ার ও হেক্টর।

এশিয়া কাপে সামনে নেপাল

প্রথমার্ধের শেষের দিকে দুই দলের ফুটবলাররা বারংবার দ্বন্দ্বে জড়িয়ে পড়ছিলেন। রেফারিকে বেশ বেগ পেতে হচ্ছিলো পরিস্থিতির সামাল দিতে। সেট পিসগুলো কাজে লাগাতে পারছিলনা মোহনবাগান। যদিও এক মুহূর্তের একটি ভুলে এগিয়ে যেতে পারতো মোহনবাগান। বল তারা করতে করতে আশিক প্রায় ইস্টবেঙ্গল বক্সে পৌঁছে গেলেও গোল করতে পারেননি। এভাবেই কাটে প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের প্রথম কয়েক মিনিট ঢিমেতালে খেলা হলেও কিছুক্ষন পরেই অ্যাক্সেলেটরে চাপ দিতে শুরু করে দুই দল। হুগো, আশিককে তুলে মানবীর এবং ক্যামিংসকে নামান কোচ জুয়ান। ৬২ মিনিটের মাথায় ঘরে গন্ডগোল। সিভেইরোকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল দেখেন থাপা। ১০ জনে হয়ে যায় সবুজ মেরুন। ম্যাচের ৭০ মিনিটে প্রায় একক দক্ষতায় অনেকটা বল টেনে নিয়ে গিয়ে ইস্টবেঙ্গলের বক্সের বেশ খানিকটা দূর থেকেই দুরন্ত শটে গিলকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন পেট্রটস। সারা গ্যালারি উচ্ছাসে ফেটে পড়ে। গোলটি খাওয়ার পরেই পর পর ক্লেটন, নিশু ও সূহেরকে নামিয়ে অলআউট অ্যাটাকে চলে যান কোচ কার্লোস। এরপরে ম্যাচের প্রায় ১৫ মিনিটেরও বেশি সময় ধরে মোহনবাগানকে ১০ জনে পেয়েও ইস্টবেঙ্গল গোল করতে ব্যর্থ হয় মূলত আনোয়ার-হেক্টরের ডিফেন্স ও বিশালের গোলকিপিংয়ের জেরে। ম্যাচ শেষের বাঁশি বাজাতেই নিশ্চিত হয়ে যায় যে, ডুরান্ড ট্রফি আসছে গোষ্ঠ পাল সরনীতে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোজ তিওয়ারি। গোল্ডেন গ্লাভস পুরস্কার পেলেন মোহনবাগানের বিশাল কাইথ। গোল্ডেন বুট পেলেন মহামেডানের ডেভিড। গোল্ডেন বল পেলেন ইস্টবেঙ্গলের নন্দা কুমার। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর