অরুপ পাল, ৩ মার্চঃ শনিবার ঘরের মাঠে  প্লে অফের ম্যাচে প্রতিপক্ষ ওড়িশা এফসি।  স্লাভকো বলছেন,“ডার্বির মতই আরও একটি ডু অর ডাই ম্যাচ শনিবার রয়েছে।  এই ব্যাপারে আমার স্বদেশের বন্ধুদের বলেছি”। এর পাশাপাশি তিনি আরও বলেন,“ওড়িশা দল হিসেবে যথেষ্ট শক্তিশালী। যুবভারতী ক্রীড়াঙ্গনে ওদের বিরুদ্ধে শেষ কিছুক্ষণ খেলেছিলাম। ওদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার মোরেসিও এবং স্প্যানিশ মিডফিল্ডার ভিক্টর রডরিগেজ আক্রমনের মূলস্তম্ভ। প্রতিআক্রমন নির্ভর ফুটবল খেলে।  তাই সতর্ক থাকতে হবে। ”  ঘরের মাঠে খেলার লক্ষ্য সফল।  চেনা দর্শকের সামনে মিশন প্লে অফ সফল করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার কথা বলছেন সার্বিয়ান ডিফেন্ডার।

ফরাসি মিডফিল্ডার হুগো বুমোস। প্লে অফে নামার আগে হুগো বলেন, “ডার্বির মরিয়া মনোভাব শনিবারের ম্যাচেও দরকার। ইস্টবেঙ্গলের চেয়ে ওড়িশা শক্তিশালী। অপরদিকে সেমিফাইনালে ওঠার জন্য ওড়িশা এফসি মরিয়া থাকবে। লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। নব্বই মিনিটের মধ্যে ম্যাচটা শেষ করতে হবে। অতিরিক্ত সময় বা টাইব্রেকারে নিয়ে যাওয়া চলবে না। ফাইনালে নামার মানসিকতা নিয়ে শনিবার আমাদের মাঠে নামতে হবে”।

ডার্বির আনন্দ সরিয়ে এটিকে মোহনবাগানের পাখির চোখ এখন শুধুই ওড়িশা ম্যাচ। কার্ল ম্যাকহিউ চোট সারিয়ে খেলার জায়গায় চলে এসেছেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর