ইভিএম নিউজ ব্যুরো, ২৪ ফেব্রুয়ারিঃ সুন্দরবনের গভীর জঙ্গল থেকে বাঘ বা কুমির বেরিয়ে আসার ঘটনা নতুন কিছু না। গত বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমা ব্লকের এল প্লট লোকালয়ে হঠাৎই ঢুকে পড়ল ১৫ ফুটের এক বিশালাকার এক কুমির। পরে স্থানীয়রা সেটিকে গ্রামের পুকুরে দেখতে পেয়ে বন দফতরকে খবর দেয়। খবর পাওয়ামাত্রই ভগবানপুর কুমির প্রকল্পের রেঞ্জ অফিসারের নেতৃত্বে একটি বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে দলটিকে সাহায্য করতে রামগঙ্গা রেঞ্জের ধনচি বিট অফিস থেকে ঘটনাস্থলে যায় সাহায্যকারী অন্য একটি দল। বন দফতরের দুটি দল। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে রাত একটা নাগাদ কুমিরটিকে ধরতে পারেন বন দফতরের কর্মীরা।

বন দফতর সূত্রে খবর,কুমিরটি আসলে একটি ছেলে কুমির। পূর্ণবয়স্ক কুমিরটি লম্বায় প্রায় ১৫ ফুট। পরে তার পরীক্ষা নিরিক্ষা করেই আজ ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। গ্রামবাসী সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যের সময় লোকালয়ের একটি পুকুরে ঢুকে পরে ঐ কুমিরটি। পরে স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় বন দফতরে।

এই প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগণা জেলার বন দফতরের এক আধিকারিক বলেন, প্রায়শই লোকালয়ে ঢুকে পরে কুমির । ফলে গ্রামবাসীরা অযথা আতঙ্কিত না হয়ে তৎপর বন দফতরে খবর দেওয়ার পরামর্শ দেন উনি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর