ইভিএম নিউজ ব্যুরোঃ ত্রিপুরার নির্বাচনী প্রচারে গিয়ে ত্রিপুরবঙ্গের স্থানীয় বাংলা উচ্চারণে আত্মবিশ্বাসী শুভেন্দু জানালেন, ত্রিপুরার ঘরে ঘরে মানুষের মুখে একটাই কথা যে ফের রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। তাঁর স্লোগান, “ত্রিপুরা কইতাছে, বিজেপি আইতাছে।” মঙ্গলবার নির্বাচনী প্রচার থেকে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ত্রিপুরায় কী কী উন্নয়ন হয়েছে তার খতিয়ানও পেশ করেন তিনি। কোনো রাজ্যে ডবল ইঞ্জিন সরকার থাকলে কীভাবে উন্নয়নের কাজে জোয়ার আসে তা ফের একবার জনসমক্ষে বুঝিয়ে দেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। বিজেপির আগে ত্রিপুরা বাম শাসনে জঙ্গলের রাজত্বে পরিণত হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তৃণমূল শাসনে পশ্চিমবঙ্গের ‘দুরবস্থা’র প্রসঙ্গ তোলার পাশাপাশি বাম ও কংগ্রেসকে আক্রমণের নিশানায় রাখেন।

যদিও এদিন সকালে কলকাতা থেকে আগরতলায় বিমানে উড়ে যাওয়ার আগে তৃণমূল কংগ্রেস প্রসঙ্গে নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা কাউন্টের মধ্যে আনছি না। নোটার থেকেও কম ভোট পাবে। আমাদের পার্টিতে সিদ্ধান্ত হয়েছে, কোনও সভা সমিতিতে কেউ ওই পার্টির নাম বলবে না। কোম্পানির নাম।” উল্লেখ্য, ত্রিপুরায় যে তৃণমূল নোটার থেকেও কম ভোট পাবে, শুভেন্দুর মুখে এই কটাক্ষ সোমবারও পিংলার জনসভা থেকে শোনা গিয়েছিল।

এদিন শুভেন্দু বলেন, “পশ্চিমবঙ্গে ২০২১ সাল পর্যনত পিএম কিষাণ সম্মান নিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গল ইঞ্জিনের সরকার চালু করতে দেয়নি। গোটা ভারতে আয়ুষ্মান ভারত চালু আছে। গোটা ভারতে আয়ুষ্মান ভারত চালু আছে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গল ইঞ্জিনের সরকার আয়ুষ্মান ভারত চালু করেনি। সেখানকার সাধারণ গরীব মানুষ গরীব মানুষ চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন’। তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গে রেল লাইন, বিমানবন্দর, সিপোর্ট কিচ্ছু হয় না। কারণ পশ্চিমবঙ্গে সিঙ্গেল ইঞ্জিন সরকার আছে, সারাদিন শুধু দিল্লির বিরোধিতা, আর কী কীকরে নিজের ভাইপোকে প্রতিষ্ঠা কার যায়, সেই কাজটা করো। অন্যকোনও কাজ তাদের নেই।” এদিনের সভায় সামগ্রীকভাবে বিজেপি-বিরোধী শিবিরের বিজেপি নেতা শুভেন্দুর কটাক্ষামূলক প্রশ্ন, “সর্বভারতীয় স্তরে বিজেপির কোনও বিকল্প আছে দিল্লিতে? মোদিজির কোনো বিকল্প আছে? এই দলগুলো জিতে কী করবে?” তাঁর সাফ কথা, “তাই ডাবল ইঞ্জিন যদি সিঙ্গল ইঞ্জিনে রূপান্তরিত হয় তাহলে ঝুঁকি অনেক বেশি, উন্নয়ন লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা অনেক বেশি।”

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর