ঝালদা পুরসভা নিয়ে ডামাডোলের ইতি। অবশেষে পুরুলিয়ার ঝালদা পুরসভার এপিসোডে কংগ্রেসের পালেই হাওয়া। তপন কান্দু খুনের পর ঝালদা পুরসভার দখল নিয়ে শাসকদলের সঙ্গে ধুন্ধুমার বেঁধে ছিল কংগ্রেসের। পরবর্তী পর্বে গোটা ঘটনা চলে যায় আদালতে। আদালতের রায় পাওয়ার পরেও শাসকদলের তরফে পুরসভার মাথায় বসিয়ে দেওয়া হয় একজনকে। উল্লেখ্য, ঝালদা পুরসভার মোট আসন সংখ্যা ১২। এর মধ্যে ৫ টি আসনে জয়ী হয় কংগ্রেস। ৫ টি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। আর দুটি আসন দখল করেন নির্দল প্রার্থীরা। দীর্ঘ টানাপড়েনের পর নির্দল দুই প্রার্থী আস্থা ভোটে সমর্থন করে কংগ্রেসকে। নির্দল প্রার্থী শীলা চট্টোপাধ্যায়কে চেয়ারম্যান পদে বসায় কংগ্রেস ও নির্দল। এর আগে হাইকোর্ট জেলাশাসকের উপস্থিতিতে বোর্ড গঠন করার নির্দেশ দিয়েছিল। ফলে সব মিলিয়ে কংগ্রেস পুরুলিয়ার ঝালদা পুরসভা গঠন করল।
