চওড়া হচ্ছে ফাটল , বাড়ছে আরও আতঙ্ক। বিপদ বাড়ছে জোশীমঠে। ইতিমধ্যেই রোপওয়ে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে । তুষারপাতের আশঙ্কা নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে। ‘মাউন্ট ভিউ ‘ ও ‘মালারি ইন’ এই দুটো হোটেল ইতি মধ্যেই ভাঙার নির্দেশ দিয়েছে চামোলি জেলা প্রশাসন। এরপরেই হোটেল মালিক ও স্থানীয়রা রাস্তায় ধরনায় বসে পড়েন । কিন্তু ধরনাকে উপেক্ষা করে প্রশাসন বিপর্যস্ত দুটি হোটেলকে ভাঙার কাজ শুরু করে। এরজন্য হোটেলের পিছন দিকে থাকা গ্রামকে খালি করা হয়েছে। উল্লেখ্য , ২ জানুয়ারি থেকে ৭০০টিরও বেশি বাড়ি ফাটল ধরেছে জোশীমঠে। আতঙ্কে ভিটেমাটি ছাড়া হয়েছেন শহরের বহু মানুষ। ঠাঁই হয়েছে আশ্রয় শিবিরে। এরই মধ্যে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রায় দেড় লক্ষ টাকা করে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছেন । জোশীমঠকে বসবাসের অযোগ্য বলে ঘোষণা করেছে উত্তরাখন্ড সরকার। ফলে ভবিষ্যত নিয়ে চিন্তিত জোশীমঠের মানুষ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর