দাবি

ব্যুরো নিউজ, ১২ জানুয়ারি: জোড়া দাবিতে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর চিঠি 

জোড়া দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দাবিগুলির প্রথমটি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া ও দ্বিতীয়টি হলো রাজ্যের নাম বদল। এই মর্মে এইবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তাঁদের এই কথা জানিয়ে দেন। এই বিষয়টি নিয়ে রাজ্য সরকার অনেক আগে থেকেই উদ্যোগী হয়েছে। এই দাবির স্বপক্ষে যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ করে সেই তথ্যপ্রমাণ-সহ প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, এই বিষয়ে কেন্দ্রের তরফে যা যা প্রশ্ন করা হয়েছিল, সবেরই সদুত্তর দিয়েছে রাজ্য। তারপরও বিষয়টি অন্ধকারে থেকে গিয়েছে বলে আক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন তিনি।

বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলা ভাষার জন্ম ও বিবর্তন হয়েছে আড়াই হাজার বছর ধরে। আমরা সে সব গবেষণাপত্র বের করেছি। তথ্য-প্রমাণ সমেত চিঠি লিখেছি প্রধানমন্ত্রীকে। আমাদের আগে যাঁরা এই রাজ্যে ক্ষমতায় ছিল, তারা কেউ বাংলা ভাষার মর্যাদা নিয়ে ভাবেননি। তারা রাজনীতি নিয়েই এতো ব্যস্ত ছিল যে এ সব নিয়ে ভাবার কোন সময় তাঁরা পায়নি’।

মুম্বই হামলার ষড়যন্ত্রকারী ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গির মৃত্যু

এ দিন রাজ্যের নাম বদল প্রসঙ্গে সবর হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিধানসভায় রাজ্যের নাম বদলের বিল পাশ হয়ে গিয়েছে। কিন্তু তাও বিলটি আটকে রাখা হয়েছে। রাজ্যের নাম বাংলা হলে এতে আপত্তি কোথায়’?

এরপর মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলে বলেন, ‘বোম্বে থেকে যদি মুম্বই হতে পারে তাহলে আমাদেরটা বদলাবে না কেন। তিনি যুক্তি দিয়েছেন, ‘ওয়েস্ট বেঙ্গল’ থেকে রাজ্যের নামবদল হলে এ রাজ্যের ছেলেমেয়েরা বাইরে গিয়েও অনেক সুবিধা পাবে। সরকারি মিটিংয়ের ক্ষেত্রেও ‘অ্যালফাবেটিকালি’ পরের দিকে থাকার কারণে অনেকসময় বলার ক্ষেত্রে গুরুত্ব হারায়। রাজ্যের নাম বাংলা হলে সেই অসুবিধার সম্মুখীন হতে হবেনা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর