মাঘ মাসের সবে ১২ তারিখ। উষ্ণায়ণের ঠেলায় এ বঙ্গে শীত বাড়ন্ত। এ তো বিশ্বের বিষয়। কিন্তু এখানে যত নষ্টের গোড়া বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয় আর পশ্চিমি ঝঞ্ঝা। শীতের হাওয়ায় কোনো নাচন নেই, বরং তিরতিরে বসন্তের হাওয়া বইছে মাঝে মাঝে। প্রজাতন্ত্র দিবস আর সরস্বতী পুজোর জোড়া উৎসবে বাতাসে খুশির আমেজ থাকলেও আবহাওয়া বিরূপ। আবহাওয়া অফিস তেমন কোনো আশার বাণী না শোনালেও শীতপ্রেমীদের জন্য কণিকামাত্র খুশির খবর দিচ্ছে। আগামী ২৮ তারিখ পর্যন্ত তাপমাত্রার পারদের আস্ফালন থাকবে। তাপমাত্রার পারদ ২০ ডিগ্রি অতিক্রম করতেই পারে, যেমনটা বুধবারেই আভাস দিয়েছিলো হাওয়া অফিস। এরপর ২৯, ৩০ বা ৩১ জানুয়ারি কিছুটা ঠান্ডার আমেজ ফিরবে। তবে তার জন্য শীতবস্ত্র ফের আলমারি থেকে বের করতে হবে কিনা তা নিয়ে সন্দেহ থাকছেই। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার ও আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ হেরফের হবেনা। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের ওপরেই।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর