ইভিএম নিউজ ব্যুরো, ৩১ মার্চঃ আগামী ৩ এপ্রিল পঞ্চায়েত ভোটের আগে চারদিনের জেলা সফরে মমতা।  এই কর্মসূচিতে বেশ কিছু নতুন প্রকল্পের উদ্বোধন ও ঘোষণা করবেন তিনি। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পূর্ব মেদিনীপুরের দিঘা সহ বিভিন্ন জায়গায় কর্মী সম্মেলনও করবেন তিনি।

৪ঠা এপ্রিল মমতা যোগ দেবেন দিঘার হেলিপ্যাড ময়দানে আয়োজিত কর্মী সম্বেলনে। এই উপলক্ষে ময়দানে শুরু হয়েছে মঞ্চ বাঁধার কাজ। তার আগেই সেখানে খুঁটি পুজো করেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। মন্ত্রীর সঙ্গে ছিলেন  যুব তৃণমূল কাঁথি সাংগঠনিক সভাপতি সুপ্রকাশ গিরি, রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র সহ অন্যান্যরা।

 

এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর সফর সূচির যে পরিকল্পনা রয়েছে তা এই রকম :

১) ৩রা এপ্রিল বিকেলে কপ্টারে চেপে প্রথমে কলকাতা থেকে দীঘায় যাবেন ।

২) ৩ তারিখ রাত্রি যাপনের পর ৪ এপ্রিল দীঘা হেলিপ্যাড ময়দানে কর্মীদের নিয়ে পঞ্চায়েত নির্বাচনের জন্য বুথ ভিত্তিক সভা করবেন।

৩)এরপর ৫ এপ্রিল সরকারি বিভিন্ন প্রকল্পে উপকৃতদের হাতে বিভিন্ন সুবিধা প্রদান করা হবে বলে খবর। তাছাড়াও সেদিন বিভিন্ন এলাকা সহ দুয়ারে সরকার শিবির পরিদর্শনেও যেতে পারেন মমতা।

৪) ৬ এপ্রিল মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর