জুয়ানের

ব্যুরো নিউজ, ১৯ সেপ্টেম্বর: জুয়ানের সাজানো বাগান

শক্তিশালী প্রতিপক্ষ ওড়িশার বিরুদ্ধে নামার আগে উত্তেজনা ও আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে মোহনবাগান। জুয়ানের লালনপালনে তার সাজানো এই বাগানে রয়েছে অনেক সুন্দর ফুল। আনোয়ার, শুভাশীষ, আশীষ, হুগো, থাপা, সাহাল, লিস্টন, সাদিকু, কামিংস। এইসব ফুলেদের সুগন্ধেই মরশুমের শুরু থেকেই গন্ধে ম ম করছে মোহনবাগান।

বাগানের আজ ‘কলিঙ্গ অভিযান’

চিরপ্রতিদ্বন্দী ইস্টবেঙ্গলকে ফাইনালে হারিয়ে তারা ডুরান্ডের গ্রূপ লিগে বদলা নিয়ে ট্রফি জয় ইতিমধ্যেই সেরে ফেলেছে। কিন্তু আইএসএল শুরুর আগে আজ সামনে আরও বড়ো পরীক্ষা তাদের। মরিসিও -রয় জুটিকে রুখতে সেই আনোয়ার-হেক্টর জুটির ওপরেই ভরসা রাখছেন জুয়ান।

রুবিয়ালেসের বিরুদ্ধে আইনি অভিযোগ হারমোসোর

কামিংস-সাদিকু জুটিকে আজ অনেক এগ্রেসিভ হতে হবে মুর্তাদা ফলের ডিফেন্সকে ভাঙার জন্য। যদিও আশিক কুরুনিয়ান চোট পেয়ে গোটা মরশুমের জন্য ছিটকে গেলেও, তা নিয়ে কান্নাকাটি করতে নারাজ জুয়ান। তিনি তৈরি রাখছেন কিয়ান নাসিরিদের। হাতে অনেক অপশন থাকায় প্রথম এগারো বাছতে কিছুটা ভাবনা চিন্তা করতে হবে জুয়ানকে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর