ইভিএম নিউজ, ২২ ফেব্রুয়ারিঃ জুট শ্রমিকদের জন্য খুশির বার্তা দিল মোদি সরকার। দূষণমাত্রা কমানোর জন্য প্লাস্টিকজাত দ্রব্যের ব্যবহার কমানোর নির্দেশ আগেই দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে বলা হয়েছিল প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পাটের ব্যাগ ব্যবহারে জোর দিতে হবে। এবার সেই নির্দেশাবলী ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

বুধবার প্রধানমন্ত্রীর সভাপতিত্ব অনুষ্ঠানে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় খাদ্যপণ্যের ক্ষেত্রে জুট ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক। কোন কোন খাদ্যপণ্যের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য? সরকারি সূত্রের দাবি, চাল, গম,ডাল ইত্যাদি শস্যজাত দ্রব্যের ক্ষেত্রে একশো ভাগ পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। এগুলির ক্ষেত্রে প্লাস্টিক ব্যাগ একদম নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র চিনির ক্ষেত্রে ২০ শতাংশ জুট ব্যাগ ব্যবহার কার্যকর করা হয়েছে।

ফলে কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকায় তিন লাখ সত্তর হাজার জুট মিল শ্রমিক উপকৃত হবেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কারণ, খাদ্য সরবরাহকারী সংস্থা এফসিআইয়ের জন্য কেন্দ্র থেকে বছরে নয় হাজার কোটি টাকার পাটের ব্যাগের বরাত থাকে। কেন্দ্রের এই পদক্ষেপে খুশি পরিবেশ সংরক্ষণকারীরা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর