কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের(কেএলও) প্রধান জীবন সিং-এর আত্মসমর্পণ। নাগাল্যান্ডে মঙ্গলবার এই জঙ্গি সংগঠনের প্রধান মাথা ৬ জন অনুগামীকে নিয়ে আত্মসমর্পণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সুত্রে এমন খবর দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে জীবনের সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আলোচনা চালাচ্ছিলেন। জঙ্গি কার্যকলাপ ছেড়ে শান্তি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের আলোচনা চলছিল। আর এই পথ ধরেই হিমন্ত বিশ্বশর্মা পরোক্ষ সহযোগিতায় জীবন সিং আত্মসমর্পণ করেছেন বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের সুত্র অনুযায়ী, জীবন নাগাল্যান্ডের মন জেলার অন্যদিকে মায়ানমার থেকে নিজেদের শিবির গোটানোর উদ্যোগ নিয়েছিলেন। সেখান থেকে তিনি এবং তাঁর অনুগামীরা শান্তি প্রক্রিয়ার বার্তা দিয়ে ভারতে ফিরতে তৈরি, এমন খবর পাঠানোর সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায় অসম রাইফেলসের একটি দল। সেখানেই তাঁকে আত্মসমর্পণ করানো হয়। দীর্ঘদিন ধরে আলাদা কামতাপুর রাজ্য গঠনের জন্য উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় কেএলও জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল। এবার এই আত্মসমর্পণের মাধ্যমে এই পর্বের ইতি ঘটতে চলেছে বলে রাজনৈতিক মহলের মত। আর এই প্রক্রিয়ায় কেন্দ্রের ভূমিকা যথেষ্ট ইতিবাচক বলেও মনে করা হচ্ছে।